রবীন্দ্রনাথ ঠাকুর (তথ্যচিত্র)

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র

রবীন্দ্রনাথ ঠাকুর বিশিষ্ট বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই তথ্যচিত্রটি নির্মাণ করেন। সত্যজিৎই এই ছবিতে ভাষ্যপাঠ করেছিলেন। সত্যজিৎ রায়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ীঃ

রবীন্দ্রনাথ ঠাকুর
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকচলচ্চিত্র বিভাগ, ভারত সরকার
রচয়িতাসত্যজিৎ রায়
শ্রেষ্ঠাংশেরায়া চট্টোপাধ্যায়
শোভনলাল গঙ্গোপাধ্যায়
স্মরণ ঘোষাল
পূর্ণেন্দু মুখোপাধ্যায়
কল্লোল বসু
সুবীর বসু
ফণী নাথ
নর্ম্যান এলিস
সুরকারজ্যোতিরিন্দ্রনাথ মৈত্র
চিত্রগ্রাহকসৌমেন্দু রায়
মুক্তি১৯৬১
স্থিতিকাল৫৪ মিনিট
ভাষাবাংলা, ইংরেজি
রবীন্দ্রনাথ ঠাকুর

বহিঃসংযোগ

সম্পাদনা