রবি ইন্দর সিংহ (শিল্পপতি)
সরদার রবি ইন্দর সিংহ দুমনা (জন্ম: ২৩ মার্চ ১৯৪০) একজন শিল্পপতি, পাঞ্জাব বিধানসভা সাবেক স্পিকার এবং মরিন্দা আসন থেকে পাঁচবারের বিধায়ক। [১][২] তিনি আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
তিনি সর্দার ইন্দ্র সিংহের নাতি এবং সরদার আজাইব সিংহের পুত্র। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সরদার বলদেব সিংহের ভাগ্নে। সরদার বলদেব সিং নেহেরুর ঘনিষ্ঠ বিশ্বাসী ছিলেন এবং এখনও ধনীতম শিখ ব্যক্তি হিসাবে বহুল পরিচিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Punjab politics: It's all in the family"। The Times of India।
- ↑ "Rediff On The NeT: Badal to expand cabinet soon"। rediff.com।
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |