রবিন সিং জুনিয়র

ভারতীয় ক্রিকেটার

রবিন সিং (জন্ম: ১ জানুয়ারি, ১৯৭০, দিল্লি) একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ১৯৯৯ সালে তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন। বর্তমানে তিনি অল ইন্ডিয়া রেডিওর অন্যতম ক্রিকেট বিশেষজ্ঞ এবং আইটিও, নয়াদিল্লির ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কাজ করছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবেও তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন।[][]

রবিন সিং
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনবাহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ফার্স্ট ক্লাস
ম্যাচ সংখ্যা ৪৫
রানের সংখ্যা - ১৯৬
ব্যাটিং গড় - ৬.৭৫
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান - ২৪
বল করেছে ২৪০ ৮৪৪০
উইকেট ১৪৯
বোলিং গড় ২৬.৫৫
ইনিংসে ৫ উইকেট - ১২
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৭৪ ৭/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১২/-
উৎস: [১]

তার একমাত্র টেস্ট ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৯ সালে হ্যামিল্টনে অজিত আগরকারের বদলে। রঞ্জি ট্রফিতে তিনি দিল্লির প্রতিনিধিত্ব করেছেন। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে এক ম্যাচে ১০ উইকেট শিকার তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। তিনি কিছু সময়ের জন্য দিল্লি রঞ্জি দলের সহ-অধিনায়কও ছিলেন।[] বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ভারত ‘এ’ দলের সদস্যও ছিলেন। ২০০৪ সালে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sushant Sharma (১৫ সেপ্টেম্বর ২০১২)। "Who is Robin Singh (Junior)? His tale beyond cricket!"sportskeeda.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Robin Singh"Cricinfo 
  3. "The Hindu : Sport / Cricket : Robin Singh Jr. calls it a day"hindu.com। ২৪ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০