রফিক আহামদ হলেন একজন বাংলাদেশি সমাজসেবক। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৪ সালে একুশে পদক প্রদান করে।[১]

রফিক আহামদ
জাতীয়তাবাংলাদেশি
পুরস্কারএকুশে পদক (২০২৪)

প্রাথমিক জীবন সম্পাদনা

তিনি ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর বন্দর নগরী চট্টগ্রামের বাংলাবাজার এলাকায় তৎকালীন বজল মিয়ার বাড়িতে (বড়বাড়িতে) জন্মগ্রহণ করেন। তার পিতা নাম বজল আহমদ ও মাতা নাম সবুরা খাতুন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০২-১৩)। "একুশে পদক ২০২৪ পাচ্ছেন যারা"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৫