রত্নাসিমহা

১৩০২ থেকে ১৩০৩ খ্রিষ্টাব্দ মেবাড়ের একজন শাসক ছিলেন

রত্নাসিমহা (আইএসটি: রত্না-সিমহা, র. চ. ১৩০২ –১৩০৩ খ্রিষ্টাব্দ) ছিলেন বর্তমানকালীন ভারতের রাজস্থান মেদাপত (মেবাড়) রাজ্যের একজন শাসক। তিনি গুহিলা রাজবংশের রাওয়াল বিভাগে অন্তুর্ভূক্ত, যা চিত্রকূত দুর্গ (বর্তমান-দিনে চিত্তরগড়) থেকে শাসন করেছিল। বিভাগটির সর্বশেষ শাসক, তিনি ১৩০৩ খ্রিষ্টাব্দে আলাউদ্দিন খিলজি দ্বারা পরাজিত হন।

রত্নাসিমহা
মহারাজাকূল
মেবাড়ের রাজা
রাজত্বআনু. ১৩০২–১৩০৩
পূর্বসূরিসোমোরাসিমহা
রাজবংশগুহিলা
পিতাসোমোরাসিমহা
ধর্মহিন্দুধর্ম
চিত্তর দুর্গ ছিল মেবাড়ের রাজধানী চিত্তরগড়ের বর্তমানকালীন শহরে অবস্থিত।

রাজস্থানি কিংবদন্তিরা তাকে রাজপুত শাসক রতন সিং হিসেবে উল্লেখ করেন। তার একটি কাল্পনিক সংস্করণ মালিক মুহম্মদ জায়সীর পদ্মাবতে রতন সেন হিসেবে আবির্ভূত হয়। কাব্যটির অনুযায়ী, তার সুন্দরী স্ত্রী রাণী পদ্মিনীকে পাওয়ার জন্য আলাউদ্দিন চিত্তরগড়ে আক্রমণ করেন; কুম্ভলগড়ের রাজা দেবপালের সাথে একটি যুদ্ধে রতন সেনের মৃত্যুবরণের পর আলাউদ্দিন দুর্গটিকে দখল করেন; পরবর্তীকালে, পদ্মিনী এবং অন্যান্য নারীরা তাদের সম্মান রক্ষা করার জন্য জওহর করেন।

জনপ্রিয় সংস্কৃতিতে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Guy, Randor (১৩ জুন ২০১৫)। "Chitoor Rani Padmini (1963)"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  2. Shah, Shravan (সেপ্টেম্বর ২৫, ২০১৭)। "Rohit Bakshi who played Raja Ratan Singh before Shahid reacts to the new Padmavati poster"TimesNow। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  3. Palat, Lakshana N (২১ নভেম্বর ২০১৭)। "Padmavati row: Who was Rani Padmavati's husband Maharawal Ratan Singh?"। India Today। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা