রতন সিদ্দিকী

বাংলাদেশী শিক্ষক, গবেষক ও নাট্যকার

ড. রতন সিদ্দিকী একজন বাংলাদেশী শিক্ষক, গবেষক, নাট্যকার এবং নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক।[][][]

রতন সিদ্দিকী
লেখক রতন সিদ্দিকী
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
শিক্ষাপিএইচ.ডি
মাতৃশিক্ষায়তনরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষকতা, লেখক
পরিচিতির কারণসাহিত্য, প্রবন্ধ
উল্লেখযোগ্য কর্ম
প্রমিত বাংলা বানান অভিধান
দাম্পত্য সঙ্গীফাহমিদা হক কলি
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

কর্ম জীবন

সম্পাদনা

রতন সিদ্দিকী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।বর্তমানে তিনি রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি বাংলা বিভাগের ছাত্র ছিলেন। তিনি মতিহারে ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অবস্থান করেন। তিনি শের-ই-বাংলা হলের ছাত্র ছিলেন। তিনি রাবি থেকে এমফিল ও পিএইচডি করেন। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ছিলেন।

সাহিত্যকর্ম

সম্পাদনা
  • কতিপয় নাট্যকৃতি
  • গৃহবৈরী (২০১৫)
  • কালের খেয়া (২০১৪)
  • প্রমিত বাংলা উচ্চারন অভিধান (মার্চ, ২০১৫)
  • প্রমিত বাংলা বানান অভিধান (আগস্ট, ২০১৬)
  • ভ্রান্তি-বিভ্রান্তির দেশভাগ ১ম খন্ড (ফেব্রুয়ারি, ২০১৯)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  3. "বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ কবি ও সাহিত্যিক"সারাবাংলাঢাকা। ২০২০-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০২-১১