রতনাই নদী

বাংলাদেশের নদী

রতনাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, গড় প্রস্থ ২২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক রতনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১০১।[১]

রতনাই নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রংপুর বিভাগ
জেলাসমূহ কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট জেলা
উৎস মালদাহা নদী
মোহনা ধরলা নদী
দৈর্ঘ্য ২৪ কিলোমিটার (১৫ মাইল)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৫৭। আইএসবিএন 984-70120-0436-4