রজার মায়ারসন

মার্কিন অর্থনীতিবিদ

রজার ব্রুস মায়ারসন (ইংরেজি: Roger Bruce Myerson) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০০৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

রজার ব্রুস মায়ারসন
জন্ম (1951-03-29) ২৯ মার্চ ১৯৫১ (বয়স ৭২)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রGame theory
শিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনকেনেথ অ্যারো
অবদানসমূহMechanism design
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০৭)
Information at IDEAS / RePEc

জীবনী সম্পাদনা

মায়ারসন ১৯৫১ সালের ২৯ মার্চ বোস্টনেজন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে ব্যাচেলর অব আর্টস, মাস্টার অব সায়েন্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। ২০০১ সালত হেকে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা