রঙ্গমেই ( কাবুই নামেও পরিচিত) বা রংমেই হল উত্তর-পূর্ব ভারতের নাগা উপজাতির একটি অংশ যা প্রধান আদিবাসী সম্প্রদায়গুলির মধ্যে একটি। রঙ্গমেই নাগা ভারতের সংবিধানের অধীভুক্ত একটি তফসিলি উপজাতি[১] রঙ্গমেইদের একটি সমৃদ্ধ সংস্কৃতি, রীতিনীতি এবং ঐতিহ্য আছে। তাদের নিকট উপজাতি জেমে, লিয়াংমাই এবং ইনপুইয়ের সাথে মিল রয়েছে; একসাথে এগুলো জেলিয়াঙ্গরঙ্গ নামে পরিচিত।

বিদ্রোহ সম্পাদনা

ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা রঙ্গমেই অঞ্চল জয় করে। ১৮৯১ সালে, তারা তামেংলঙ্গ এর জনগণের উপর একটি গৃহ কর আরোপ করে। রঙ্গমেই ১৮৯১ থেকে ১৮৯৪ সাল পর্যন্ত কোন কর দিতে অস্বীকার করে। জবাবে, মণিপুরের সহকারী রাজনৈতিক এজেন্ট সিএল ক্রফোর্ড ১৮৯৪ সালে তামেংলঙ্গ পাহাড় থেকে কর আদায়ের জন্য বলপ্রয়োগ করেন। রঙ্গমেইদের চার বছরের অবাধ্যতা এবং এর পরিণতি রঙ্গমেইদের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তোলে। অবশেষে, হাইপো জাদোনাং [২] এবং তার উত্তরসূরি রানি গাইদিনলিউর নেতৃত্বে, [৩] তারা ১৯৩০-এর দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহ নাগা রাজের লক্ষ্যকে গতি দেয় এবং সমর্থন লাভ করে।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • আলানা গোলমেই
  • গ্রেস ডাংমেই
  • গাইখাংগাম গংমেই
  • গাংমুমেই কামেই
  • হাইপো জাদোনাং
  • জিয়াংগাম কামি
  • মিজিনলুং কামসন
  • রানি গাইদিনলিউ
  • রচুনলিও জি. কামেই

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Constitution (Scheduled Tribes): Order, 1950"Ministry of Law and Justice (India) 
  2. G. K. Ghosh (১ জানুয়ারি ১৯৯২)। Tribals and Their Culture in Assam, Meghalaya, and Mizoram। Ashish Publishing House। আইএসবিএন 978-81-7024-455-4। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩ 
  3. Kusumlata Nayyar (২০০২)। Rani Gaidinliu। Ocean Books। আইএসবিএন 978-81-88322-09-1। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩