রঙিলা দোয়েল

পাখি প্রজাতি

রঙিলা দোয়েল[২] (বৈজ্ঞানিক নাম:Zoothera dauma) ছোট আকারের পাখি। ইংরেজ প্রকৃতিবিদ গিলবারট হোয়াইটের নামে এর একটি প্রজাতির নামকরণ করা হয়েছে।

রঙিলা দোয়েল
Zoothera dauma dauma
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Turdidae
গণ: Zoothera
প্রজাতি: Z. dauma
দ্বিপদী নাম
Zoothera dauma
(Latham, 1790)
প্রতিশব্দ
  • Geocichla horsfieldi

বিস্তার সম্পাদনা

রঙিলা দোয়েলের বিস্তার পূর্ব এশিয়া এবং সাইবেরিয়াইউরোপে এ পাখি বিরল।

আকার সম্পাদনা

রঙিলা দোয়েল আকারে ২৭ সেন্টিমিটারের মত। এরা রংচঙা পাখি। চকচকে জলপাই-বাদামি রঙের পাখি এরা। গলা থেকে পেটজুড়ে কালো রঙের বক্ররেখা রয়েছে। মাথার তালু, পিঠ ও লেজের উপরিভাগটায় ছোট ও মাঝারি মাপের কালচে পালক রয়েছে। লেজের পিছনে আড়াআড়িভাবে কালচে-বাদামি রেখা টানা। ডানার প্রান্তে ও কানের পাশে একটা করে কালো টিপ বসানো। ঠোঁটের গোড়া হলুদ রঙের এবং আগার দিকটা কালচে। পা ও নখের রং গোলাপি রঙের।

খাদ্য সম্পাদনা

রঙিলা দোয়েল বিভিন্ন পোকামাকড় খেতে পছন্দ করে। উইপোকা এদের কাছে প্রিয় খাদ্য।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Zoothera dauma"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. রঙিলা দোয়েল পাখি, শরীফ খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা