রঘুগড় রাজ্য

ব্রিটিশ ভারতের স্বায়ত্ত্বশাসিত রাজ্য

রঘুগড় রাজ্য (যা রাঘোগড় বা খিচিওয়াড়া নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির গোয়ালিয়র রেসিডেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] এটি ছিলো ১০৯ বর্গ কিলোমিটার ক্ষেত্রফলবিশিষ্ট ঠাকুর শাসিত একটি রাজ্য, ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এই‌ রাজ্যের জনসংখ্যা ছিল ১৯,৪৪৬ জন। রাজ্যটির পশ্চিম সীমান্ত বরাবর ছিল পার্বতী নদী।[২] পূর্বতন রাজধানী রঘুগড়[২] বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় অবস্থিত।

রঘুগড় রাজ্য
राघोगढ़
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৬৭৩–১৯৪৭

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত রঘুগড় রাজ্যের মানচিত্র
রাজধানীরঘুগড়
আয়তন 
• ১৯০১
১০৯ বর্গকিলোমিটার (৪২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৯,৪৪৬
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৭৩
১৯৪৭
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশগুনা জেলা, মধ্যপ্রদেশ, ভারত
রঘুগড়ের রাজা ধীরাজ সিংহ (১৬৯৭-১৭২৬)
রঘুগড়ের রাগমালা চিত্রশৈলী৷ পূর্বে রাজারা এই ধরনের চিত্রের পৃষ্ঠপোষক ছিলেন এবং এগুলির কীর্তিস্তরে উন্নীত করতে পরিকর হতেন৷

ইতিহাস

সম্পাদনা

চৌহান খিচি রাজগোষ্ঠীর এক রাজপুত লাল সিং খিচি ১৬৭৩ খ্রিস্টাব্দে রঘুগড় রাজ্যের প্রতিষ্ঠা করেন৷ দিল্লির প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ চৌহান বংশগত ভাবে ঐ একই বংশের অপর শাখার উত্তরসূরী ছিলেন৷ প্রতিষ্ঠা বর্ষে রাজা লাল সিং এখানে রাঘোগড় বা রঘুগড় নামে একটি দুর্গ নির্মাণ করেন এবং ১৬৭৭ খ্রিস্টাব্দতে তিনি দুর্গটির নামানুসারে রাজ্যটির নাম দেন রঘুগড়৷ প্রায় একশ বছর ধরে রাজ্যটি উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধ পরিকর হলেও ১৭৪০ খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা মহাদজী সিন্ধিয়ার তৎপরতায় এই রাজ্য আক্রমণ করলে রাজ্যটির খ্যাতি ধীরে ধীরে কমতে শুরু করে৷[২]

১৮১৮ খ্রিস্টাব্দে এটি একটি বিতর্কিত অঞ্চলে পরিণত হয়৷ পরে ব্রিটিশ সরকারের সাহায্যে সমস্যার নিষ্পত্তি হয় ও এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷[২]

শাসকবর্গ

সম্পাদনা

রঘুগড় রাজ্যের শাসকগণ চৌহান খিচি রাজগোষ্ঠীর রাজপুত ছিলেন,[৩] তারা রাজা উপাধিতে ভূষিত হতেন৷[২]

  • ১৬৭৩ - ১৬৯৭ হিন্দুপত রাজা লাল সিংজী - রাজ্যটির প্রতিষ্ঠাতা
    • গুগোর কেল্লা - গুগর ছিলো বারনের হদা রাজাদের আক্রমণের মোক্ষম স্থান, ফলে খিচি শাসক এখানে একটি দুর্গ নির্মাণ করেন৷ তার অন্যান্য ভাইদের মধ্যে একজন পান ভামওয়াড়, আজব সিং পান গুনা এবং অপরজন পান মকসূদনগড় রাজ্য৷
  • ১৬৯৭ - ১৭২৬ ধীরাজ সিং
  • ১৭২৬ - ১৭২৯ গজ সিং
  • ১৭৩০ - ১৭৪৪ রাজা প্রথম বিক্রমাদিত্য
  • ১৭৪৪ - ১৭৭০ রাজা প্রথম বলভদ্র সিং
  • ১৭৭০ - ১৭৯৭ রাজা বলবন্ত সিং
  • ১৭৯৭ - ১৮১৮ হিন্দুপত রাজা জয় সিং
  • ১৮১৮ - ১৮৫৬ রাজা অজিত সিং
  • ১৮৫৬ - ১৯০০ রাজা জয়মণ্ডল সিং
  • ১৯০০ - ১৯০২ রাজা দ্বিতীয় বিক্রমজিৎ সিং
  • ১৯০২ - ১৯৪৫ রাজা বাহাদুর সিং
  • ১৯৪৫ - ১৯৬৭ রাজা দ্বিতীয় বলভদ্র সিং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Gwalior Residency"। ব্রিটিশ বিশ্বকোষ12 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 
  2. Imperial Gazetteer of India, v. 21, p. 34.
  3. Raghogarh (Thikana)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]