রক্তাম্বর-ধারিণী মা

রক্তাম্বর-ধারিণী মা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা। এটি কবি রচিত অগ্নিবীণা[১] কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা। এ কবিতাটি কবি ১৯২২ সালের আগে কোনো সময়ে রচনা করেছিলেন, যা ১৯২২ সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।[২]

রক্তাম্বর-ধারিণী মা
রক্তাম্বর পর মা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন।
কবিতার রচয়িতা
কথাকাজী নজরুল ইসলাম, ১৯২১
সুরকাজী নজরুল ইসলাম, ১৯২১

তথ্যসূত্র সম্পাদনা

  1. Uddin, Baktiar (২০২২-১১-১৭)। "'অগ্নিবীণা' : বাংলা সাহিত্যের অন্যতম সেরা কাব্য"Suprobhat Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০১ 
  2. https://www.jagonews24.com। "নজরুলের কবিতা: অসাম্প্রদায়িক ও সাম্যবাদী মানস"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০১