রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ রংপুর বিভাগের রংপুর জেলার ৫টি উপজেলা ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারী ১৯৮৫ সালে।[১][২]
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ২৪ ফেব্রুয়ারী ১৯৮৫ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে | রংপুর জেলা নীলফামারী জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | http://pbs2.rangpur.gov.bd/ |
ইতিহাস
সম্পাদনা২৪ ফেব্রুয়ারী ১৯৮৫ সালে এ যাত্রা শুরু করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২। এ সমিতির অধীন ৪৭টি উইনয়ন ও ৮৯৪টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। পাগলাপীর অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[১]
জোনাল অফিস সমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:
- গংগাচড়া জোনাল অফিস
- কাউনিয়া জোনাল অফিস
- বদরগঞ্জ জোনাল অফিস
- হারাগাছ জোনাল অফিস
- তারাগঞ্জ জোনাল অফিস [১]
সাব জোনাল অফিস গুলো হচ্ছে
সম্পাদনা- মডার্ন মোড় সাব জোনাল অফিস[১]
গ্রাহক সংখ্যা
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০৯৫৩ জন গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন=১২৩৪ বর্গকিলোমিটার
- অভিযোগ কেন্দ্র=১১টি
- সিষ্টেম লস= মে ২০২১ পর্যন্ত ক্রমপুঞ্জিত = ৭.৫২% ( টার্গেট ১০.৩০%)
- এরিয়া অফিস=২টি, সৈয়দপুর, শ্যামপুর[১]
- উপকেন্দ্র=১১টি
- মোট সম্পত্তি=৭৭৮ কোটি
- যে উপজেলায় কাজ করে=রংপুর সদর, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, সৈয়দপুর (নীলফামারী)
জনবল
সম্পাদনা- কর্মকর্তা= ২১ জন[১]
সমিতি বোর্ড
সম্পাদনামোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩ জন মহিলা পরিচালক আছেন।[১]