রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট

প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর
(রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে পুনর্নির্দেশিত)

রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত[১] একটি মিড লেভেল প্রকৌশলী শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৬-১৭ সেশন হতে এ প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম চালু হয়। এটি ২০১৮ খ্রিস্টাব্দে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।

রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট
Rangpur Textile Institute
ধরনসরকারি
স্থাপিত২০১৬ (2016)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
অধ্যক্ষপ্রকৌশলী রফিকুল ইসলাম
শিক্ষার্থী৩৯০+
অবস্থান, ,
শিক্ষাঙ্গনএকর (শহুরে)
ওয়েবসাইটrti.rangpur.gov.bd

ইতিহাস সম্পাদনা

বস্ত্র অধিদপ্তরের ৪ টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন  প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০১৬ সালে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। ২০১৬-১৭ সেশন হতে ২০১৯-২০ পর্যন্ত শিক্ষাবর্ষে বর্তমান ৪ টি ব্যাচে মোট প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

২০১৬-১৭ সেশনে প্রথম ব্যাচে মোট ১০৯ জন ছাত্র/ ছাত্রী  নিয়ে এই প্রতিষ্ঠানের অধ্যয়ন যাত্রা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের ভবনসমূহ সম্পাদনা

  1. একাডেমিক ভবন
  2. শিক্ষক ডরমিটরি
  3. ছাত্র হোস্টেল
  4. ছাত্রী হোস্টেল

ল্যাবরেটরি ওয়ার্কশপসমূহ সম্পাদনা

  1. জুট স্পিনিং শেড
  2. স্পিনিং শেড
  3. ডাইং শেড

ভর্তির যোগ্যতা সম্পাদনা

এসএসসি/সমমান উত্তীর্ণ

অধিভুক্তি সম্পাদনা

রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত।

বিবিধ সম্পাদনা

লাইব্রেরী, কম্পিউটার এবং ইনস্টিটিউটের বিভিন্ন শেড এ প্রশিক্ষণ ব্যবস্থা বিদ্যমান।  এছাড়াও আবাসন ও ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাস গাড়ির ব্যবস্থা রয়েছে।

অবস্থান সম্পাদনা

এটি রংপুর শহরের তাজহাট থানার অন্তর্গত রংপুর রেলওয়ে স্টেশন মাঠের সামনে অবস্থিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বস্ত্র অধিদপ্তর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০