য়ে-শেস-থার-'দোদ

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

য়ে-শেস-থার-'দোদ (তিব্বতি: ཡེ་ཤེས་ཐར་འདོདওয়াইলি: ye shes thar 'dod) (১৭৫৬-১৮৩০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একাত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

য়ে-শেস-থার-'দোদ ১৭৫৬ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের কোংপো অঞ্চলের সে-বা-স্গাং (ওয়াইলি: se ba sgang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্গ্রোন-মা-দার-র্গ্যাস (ওয়াইলি: sgron ma dar rgyas) এবং মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-দ্পাল-'দ্জোম (ওয়াইলি: bsod nams dpal 'dzom)। দশ বছর বয়সে তিনি 'ব্রু-লা (ওয়াইলি: 'bru la) বৌদ্ধ আশ্রমে স্কাল-ব্জাং-ব্ক্রা-শিস (ওয়াইলি: skal bzang bkra shis) নামক এক বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষালাভ শুরু করেন। তেরো বছর বয়সে 'দুল-'দ্জিন-দ্পাল-'ব্যোর-ব্জাং-পো (ওয়াইলি: 'dul 'dzin dpal 'byor bzang po) নামক বৌদ্ধ ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এরপর তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims) নামক একষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা, স্ব্যিন-পা-ছোস-ব্জাং (ওয়াইলি: sbyin pa chos bzang), কোং-পো-য়ে-শেস-রাব-'ফেল (ওয়াইলি: kong po ye shes rab 'phel) প্রভৃতি বৌদ্ধ পণ্ডিতদের নিকট শিক্ষালাভ করেন। ছাব্বিশ বছর বয়সে অষ্টম দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ শেষ করে একচল্লিশ বছর বয়সে এই বিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন। একষট্টি বছর বয়সে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৮২৮ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একাত্তরতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং দুই বছর এই পদে থাকার পর তার মৃত্যু হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Seventy-First Ganden Tripa, Yeshe Tardo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল
য়ে-শেস-থার-'দোদ
একাত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স