মৎস্য প্রশিক্ষণ একাডেমি

মৎস্য প্রশিক্ষণ একাডেমি বা ফিসারিজ ট্রেনিং অ্যাকাডেমি মৎস্য অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত ইউনিয়ন, উপজেলা, জেলা, এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের মৎস্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি।[১]

মৎস্য প্রশিক্ষণ একাডেমি
গঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)
ধরনসরকারি
সদরদপ্তরসাভার, ঢাকা
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবামৎস্য প্রশিক্ষণ সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
পরিচালক
ড. মোহাঃ সাইনার আলম
প্রধান প্রতিষ্ঠান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অনুমোদনমৎস্য অধিদপ্তর
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

দেশভাগের পর ১৯৫২ সালে পাকিস্তান সরকার করাচিতে কেন্দ্রীয় মৎস্য বিভাগ প্রতিষ্ঠা করে। এর অধীনে একটি দপ্তর ছিলো পূর্ব পাকিস্তানের ঢাকায়; মৎস্য প্রশিক্ষণ একাডেমি নামে। স্বাধীনতার পর ১৯৭৫ সালে কেন্দ্রীয় মৎস্য বিভাগকে মৎস্য অধিদপ্তর-এর সাথে একীভূত করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে একে মৎস্য অধিদপ্তরের অধীনে আনা হয়।[১]

গঠন সম্পাদনা

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[২]

  • পরিচালক: ১ জন
  • উপ-পরিচালক: ১ জন
  • সহকারী পরিচালক: ২ জন
  • উপ-সহকারী পরিচালক: ১ জন
  • মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা: ১ জন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, মৎস্য প্রশিক্ষণ একাডেমি"fta.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "পরিচালনা পর্ষদ, মৎস্য প্রশিক্ষণ একাডেমি"fta.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২