ম্যাঁয় তুলসী তেরে আঙ্গন কী

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র

ম্যাঁয় তুলসী তেরে আঙ্গন কী রাজ খোসলা পরিচালিত ১৯৭৮ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি চন্দ্রকান্ত ককদকরের মারাঠি ভাষার উপন্যাস আশি তুঝি প্রীত অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নূতন, বিনোদ খান্না, আশা পারেখ, ও বিজয় আনন্দ। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৫ম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১]

ম্যাঁয় তুলসী তেরে আঙ্গন কী
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ খোসলা
প্রযোজকরাজ খোসলা
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকপ্রতাপ সিনহা
সম্পাদকওয়ামন ভোসলে
প্রযোজনা
কোম্পানি
রাজ খোসলা ফিল্মস
মুক্তি
  • ৪ আগস্ট ১৯৭৮ (1978-08-04)
স্থিতিকাল১৬০
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৫.৫০ কোটি[১]

চলচ্চিত্রটি ২৬তম ফিল্মফেয়ার পুরস্কারে ৯টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৩টি বিভাগে পুরস্কার লাভ করে।[২] নূতন এই চলচ্চিত্রের জন্য তার ৫ম এবং সর্বশেষ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন, যেই রেকর্ডটি তিনি ৪০ বছরের অধিক সময় ধরে রেখেছেন।

অভিনয়শিল্পীদল সম্পাদনা

  • নূতন - সংযুক্তা চৌহান
  • বিনোদ খান্না - অজয় চৌহান
  • আশা পারেখ - তুলসী
  • বিজয় আনন্দ - ঠাকুর রাজনাথ সিং চৌহান
  • দেব মুখার্জী - প্রতাপ চৌহান
  • নীতা মেহতা - নয়নী
  • জগদীশ রাজ - আগরওয়াল
  • চন্দ্রশেখর দুবে - সুব্রহ্মণ্যম
  • পূর্ণিমা - রাজনাথের মা
  • গীতা বেহল - গীতা
  • ত্রিলোক কাপুর -
  • অসিত সেন - নয়নীর বাবা
  • ভগবান - ভীমসিং
  • গোগা কাপুর - ঠাকুর আজমির সিং
  • হিনা কৌসার - গণিকা
  • প্রবীণ পাল - লীলাবাই

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Box Office 1978"বক্স অফিস ইন্ডিয়া। ২০১৩-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 
  2. "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়া টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা