মৌলভি আহমদ নারুয়ি

ইরানি ধর্মতত্ববিদ এবং মুসলিম পণ্ডিত

মৌলভি আহমদ নারুয়ি (১৯৬৩ — ১৮ মার্চ ২০১৪; ফরাসি: مولوی احمد ناروی) ছিলেন একজন ইরানি সুন্নি ধর্মতত্ত্ববিদ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং জামিয়া দারুল উলুম জাহিদানের সহ-সভাপতি।

মৌলভী আহমদ নারুয়ী
জন্ম(১৯৬৩-০৩-০১)১ মার্চ ১৯৬৩
মৃত্যু১৮ মার্চ ২০১৪(2014-03-18) (বয়স ৫১)
অন্যান্য নামمولوی احمد ناروئی

তিনি বিশিষ্ট সুন্নি ধর্মতত্ত্ববিদ এবং ইসলামি আইনশাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন। আহমদ নারুয়ি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একজন সামাজিক ও মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করেছেন।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "رادیو زمانه | گزارش ويژه | ايرانيان | مولوی احمد نارویی: ترجیح می دهم راجع به چیزهایی صحبت نکنم"web.archive.org। ২০০৭-০২-০৮। Archived from the original on ২০০৭-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৯