মৌমিনা হোসেইন দারার
মৌমিনা হোসেইন দারার হলেন জিবুতির একজন পুলিশ কর্মকর্তা, যিনি সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডের জন্য পরিচিত।[১] তিনি ২০১৯ সালে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।
মৌমিনা হোসেইন দারার | |
---|---|
জন্ম | ১ জুন ১৯৯০ আলি সাবিয়েহ |
জাতীয়তা | জিবুতীয় |
পেশা | পুলিশ কর্মকর্তা |
পরিচিতির কারণ | সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ড |
জীবনী
সম্পাদনামৌমিনা হোসেইন দারার ১৯৯০ সালের জুন মাসের ১ তারিখে জিবুতির আলি সাবিয়েহতে জন্মগ্রহণ করেন। তার বাবা মায়ের আট সন্তানের মাঝে তিনি ছিলেন সবচেয়ে বড়।[২]
২০১৩ সালে তিনি জিবুতির পুলিশ বিভাগে যোগ দেন।[২] খুব তাড়াতাড়িই তিনি সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডে দক্ষ হয়ে ওঠেন এবং জ্যেষ্ঠ তদন্তকারী পদে পদোন্নতি পান। তিনি দেশটিতে আল-শাবাব সন্ত্রাসীগোষ্ঠীর দমনে অবদান রেখেছিলেন। ফলে জিবুতীয় জাতীয় পুলিশ (ডিএনপি) ২০১৪ সালে দেশটিতে 'লা চাওমিয়েরে হামলা' সংঘটিত হবার পরবর্তী সময়ে বহু পরিকল্পিত সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে সমর্থ হয়।[১] এছাড়াও, তিনি শিশু ও নিজ জাতিগোষ্ঠীর জন্য দাতব্য কাজেও অংশ নিয়েছেন।[১]
২০১৯ সালের মার্চ মাসের ৭ তারিখে তিনি তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Biographies of the Finalists for the 2019 International Women of Courage Awards"। www.state.gov। ২০১৯-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১২।
- ↑ ক খ "Ambassade des Etats-Unis / Police Nationale : Le premier prix de la « Femme de Courage de Djibouti » décerné à la jeune enquêtrice Moumina Houssein Darar" (ফরাসি ভাষায়)। ২০১৯-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১২।