মোহাম্মদ সালাহ

মিশরীয় ফুটবলার

মোহাম্মদ সালাহ হামেদ মাহরুস ঘালে (মিশরীয় আরবি: محمد صلاح حامد محروس غالى  মিশরীয় আরবি: mæˈħamæd sˤɑˈlɑːħ ˈɣæːli; জন্ম ১৫ জুন ১৯৯২) একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে জনপ্রিয় ব্রিটিশ ক্লাব লিভারপুল এবং মিশরীয় জাতীয় দল-এ খেলে থাকেন।

মোহাম্মদ সালাহ
২০২১ সালে লিভারপুল সাথে মোহাম্মদ সালাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ সালাহ হামেদ মাহরুস ঘালে[১]
জন্ম (1992-06-15) ১৫ জুন ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান নাগ্রিগ, ঘাড়বিয়া, মিশর[২]
উচ্চতা ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থান ফরওয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৬–২০১০ এল সোকাউলুন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ এল সোকাউলুন ৩৮ (১১)
২০১২–২০১৪ বাসেল ৪৭ (৯)
২০১৪–২০১৬ চেলসি ১৩ (২)
২০১৫ফিওরেন্টিয়া (ধারে) ১৬ (৬)
২০১৫–২০১৬রোমা (ধারে) ৩৪ (১৪)
২০১৬–২০১৭ রোমা ৩১ (১৫)
২০১৭– লিভারপুল ১৪৮ (৯৭)
জাতীয় দল
২০১০–২০১১ মিশর অনূর্ধ্ব ২০ ১১ (৩)
২০১১–২০১২ মিশর অনূর্ধ্ব ২৩ ১১ (৪)
২০১১– মিশর ৭০ (৪৩)
অর্জন ও সম্মাননা
 মিশর-এর প্রতিনিধিত্বকারী
আফ্রিকান ইউথ চ্যাম্পিয়নশিপ
তৃতীয় স্থান ২০১১ দক্ষিণ আফ্রিকা
অাফ্রিকা কাপ অব নেশনস
রানার-আপ ২০১৭ গাবন
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ জানুয়ারী ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

সালাহ একজন পেশাদার ফুটবলার হিসেবে এল মাকোলুন নামক ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে ২০১২ সালে, তিনি সুইজারল্যান্ড এর বাসেল শহর ভিত্তিক ক্লাব এফসি বাসেল এ স্থানান্তরিত হন, এর পরে, ২০১৭ সালে জনপ্রিয় ক্লাব লিভারপুল-এ স্থানান্তর হওয়ার আগ পযন্ত তিনি জনপ্রিয় ব্রিটিশ ক্লাব চেলসি, ইটালীয় ক্লাব ফিওরেন্টিনা (ধারে) এবং আরেকটি ইটালীয় ক্লাব রোমা'র হয়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি ২০১১ সাল থেকে মিশরীয় জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করে আসছেন, তিনি আফ্রিকা অনূর্ধ্ব-২০ কাপ অব নেশনস-এ তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন , এছাড়াও তিনি ২০১১ সালে কলাম্বিয়ায় আয়োজিত ২০১১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-এ ও অংশগ্রহণ করেছেন, লন্ডন-এ অনুষ্ঠেও ২০১২ সামার অলিম্পিকস, লিবিয়াতে অনুষ্ঠেও সিএএফ কাপ অব নেশনস ২০১৭ অংশগ্রহণ করেছেন, এবং তার দল ফাইনালেও পৌছে যায় তবে ফাইনাল ম্যাচটি আর জেতা হয়নি তাদের, এর পরে তিনি ২০১৮ সালে রাশিয়া'তে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০১৮-তে তার জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। অত:পর, তিনি ২০১৮ বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জনকারী ফিফা বিশ্বকাপ কোয়ালিফিকেশন(সাফ)-এ সর্বোচ্চ গোলদাতা হন।

তিনি তার ক্লাব বাসেল এর সাথে প্রথম সিজনেই সুইস সুপার লিগ এবং ২০১৪–১৫ মৌসুমের প্রিমিয়ার লিগ জয় করেন, এছাড়া চেলসি'র সাথে ২০১৪–১৫ মৌসুমের ফুটবল লিগ কাপ জয় করেন, ২০১২ সালে তাকে বছরের সেরা সাফ সবচেয়ে প্রতিশ্রুতিশীল আফ্রিকান প্রতিভা'র পুরস্কার প্রদান করা হয়। [৪] ২০১৩ সালে, সুইস সুপার লিগে সেরা খেলোয়াড় হওয়ার জন্য, তাকে এসএফপি গোল্ডেন প্লেয়ার অ্যাওয়ার্ড নামক পুরস্কার প্রদান করা হয়।

২০১৭ সালে, সাফ বছরের সেরা অাফ্রিকান ফুটবলার হিসেবে, সাহাহ এর নাম ঘোষণা করা হয়,[৫] বিবিসি বছরের সেরা অাফ্রিকান ফুটবলার,[৬] এছাড়া ২০১৭ সালের নভেম্বর মাসের মাসের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবেও তার নাম ঘোষণা করা হয়।[৭] এছাড়াও তিনি বছরের সেরা সাফ দল এবং সাফ অাফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের সেরা দল-এ নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

২০১৩ সালে সালাহ, ম্যাগিকে বিয়ে করেন। একসাথে দম্পতিটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মক্কা, যিনি ২০১৪ সালে জন্মগ্রহণ করেন।[৮] তার কন্যার নাম ইসলামের সবচেয়ে পবিত্রতম শহর মক্কা'র নাম অনুসারে রাখা হয়েছে, তার কন্যা লন্ডনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ওয়েস্ট মিনিস্টার হাসপাতাল এ জন্ম গ্রহণ করে।[৯] সালাহ একজন মুসলিম, এবং প্রায়ই তিনি সিজদা প্রদানের মাধ্যমে গোল উদ্‌যাপন করেন।[১০] তিনি তিনটি আলাদা ভাষায় কথা বলতে পারেন: আরবী, ইংরেজি এবং ইটালিয়ান[১১]

আধুনিক সংস্কৃতিতে সম্পাদনা

লিভারপুলের ভক্তরা ডডির "Good Enough" এর সুরে একটি ছড়া তৈরি করে বলেছিল যে সালাহ যদি গোল করতে থাকে তবে তারা ইসলামে ধর্মান্তরিত হবে - "যদি সে আপনার পক্ষে যথেষ্ট ভাল হয় তবে সে আমার পক্ষে যথেষ্ট ভাল, যদি সে আরও কয়েকটি গোল করে, তাহলে আমিও মুসলিম হব।সালাহ একে তাঁর অনুমোদন দিয়েছিল। তাঁর মনোহর ও আপোসবাদী ব্যক্তিত্ব তাকে যুক্তরাজ্যে একটি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলেছে। তার লক্ষ্য উদ্‌যাপনের সময়, সালাহ সুজুদে আল্লাহকে ধন্যবাদ জানাতে সিজদা অবস্থায় শুয়ে থাকে। এটি FIFA 19 এ প্রদর্শিত হয়।

 
২০১৩ সালে সালাহ ইউয়েফা ইউরোপা লিগ-এ তার দল বাসেল এর হয়ে রাশিয়ান ক্লাব জেনিট এসটি পিটার্সবার্গ এর মাঠে খেলছেন
 
২০১৫ সালের ১লা জানুয়ারী মাসে সালাহ, চেলসির হয়ে টটেনহাম হটস্পার এর মাঠে খেলছেন
 
২০১৫ সালে সালাহ ফিওরেন্টিনা'র হয়ে খেলছেন
 
২০১২ সালে সালাহ (বায়ে) তিউনিশিয়া জাতীয় দলের বিপক্ষে খেলছেন

কর্মজীবনের পরিসংখ্যান সম্পাদনা

ক্লাব সম্পাদনা

match played 14 January 2018 পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবে উপস্থিতির সংখ্যা এবং গোল সমূহ, সিজন এবং প্রতিযোগিতা
ক্লাব সিজন লিগ কাপ লিগ কাপ মহাদেশীয় সর্বমোট
বিভাগ উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
এল মোকাউলুন ২০০৯–১০ মিশরীয় প্রিমিয়ার লিগ
২০১০–১১ ২০ ২৪
২০১১–১২ ১৫ ১৫
সর্বমোট ৩৮ 11 1 ৪৪ ১২
বাসেল ২০১২–১৩ সুইস সুপার লিগ ২৯ ১৬ ৫০ ১০
২০১৩–১৪ ১৮ ১০ ২৯ ১০
সর্বমোট ৪৭ 0 ২৬ ৭৯ ২০
চেলসি ২০১৩–১৪ প্রিমিয়ার লিগ ১০ ১১
২০১৪–১৫
সর্বমোট ১৩ ১৯
ফিওরেন্টিনা (ধারে) ২০১৪–১৫ সিরি এ ১৬ ২৬
রোমা (ধারে) ২০১৫–১৬ ৩৪ ১৪ ৪২ ১৫
রোমা ২০১৬–১৭ ৩১ ১৫ ৪১ ১৯
সর্বমোট ৬৫ ২৯ ১৫ ৮৩ ৩৪
লিভারপুল ২০১৭–১৮ প্রিমিয়ার লিগ ২২ ১৮ ৩০ ২৪
পুরো খেলোয়াড়ী জীবনে সর্বমোট ২০১ ৭৫ ১৯ ৫৯ ১৭ ২৮১ ১০১

আন্তর্জাতিক সম্পাদনা

8 October 2017 পর্যন্ত হালনাগাদকৃত।.[১২]
জাতীয় দলে উপস্থিতির সংখ্যা এবং গোল সমূহ এবং সাল
জাতীয় দল সাল উপস্থিতি গোল
মিশর ২০১১
২০১২ ১৫
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭ ১১
সর্বমোট ৫৬ ৩২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mohamed Salah"। Soccerway। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪ 
  2. "رحلة صعود محمد صلاح من قرية "نجريج" إلى مونديال روسيا" (Arabic ভাষায়)। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭ 
  3. "FIFA World Cup Russia 2018: List of Players: Egypt" (পিডিএফ)। FIFA। ১৫ জুলাই ২০১৮। পৃষ্ঠা 9। ১১ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "Toure wins his second African Player of the Year Award – Football News – CAF"। Cafonline.com। ২০১২। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২ 
  5. Press, Associated (২০১৮-০১-০৪)। "Liverpool's Mohamed Salah wins African footballer of the year"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  6. "Salah named African Footballer of the Year 2017"BBC Sport (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-০৭। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  7. "Mo Salah beats Eden Hazard and Ashley Young to PFA player of the month award"The Sun (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  8. "Mohamed Salah is married to Magi Salah and the couple have a little daughter named Makka"। ১০ জুলাই ২০১৭। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 
  9. "Wife of Egyptian Chelsea winger Salah chooses baby girl name"। Ahram online। ১৫ নভেম্বর ২০১৪। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 
  10. Mehedi Islam। "Chelsea's New Muslim Player Mohamed Salah Celebrates By Prostrating"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 
  11. [১]
  12. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "মোহাম্মদ সালাহ"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা