মোহাম্মদ রেজওয়ান খান
বাংলাদেশী শিক্ষাবিদ
মোহাম্মদ রেজওয়ান খান একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাক্তন উপাচার্য [১] । তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পুরস্কার প্রাপ্ত [২] ।
এম রেজওয়ান খান | |
---|---|
উপাচার্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | |
কাজের মেয়াদ ১৫ মার্চ ২০১৫ – ডিসেম্বর ২০১৭ | |
উত্তরসূরী | চৌধুরী মফিজ (ভারপ্রাপ্ত)[৩] |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ |
শিক্ষা ও কর্মজীবন
সম্পাদনাখান ১৯৮০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ১৯৮৩ এবং ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডন থেকে এমএস এবং পিএইচডি অর্জন করেছেন। [১]
খান ১৯৮০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বুয়েটের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন [২] । খানকে ২০১৭-২০১৮ সালের ডিসি পাওয়ার সিস্টেমে গবেষণা কাজের জন্য আইইইইর বিশিষ্ট প্রভাষক হিসাবে নির্বাচিত করা হয়েছিল। তিনি আরইআরইডিডি প্রকল্পের আওতায় (বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক যৌথভাবে অর্থায়িত) অধীনে বাংলাদেশে সৌর হোম সিস্টেম জনপ্রিয় করার ক্ষেত্রে অবদান রেখেছেন।
পুরস্কার
সম্পাদনা- স্বর্নপদক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (২০০৫)
- প্রধানমন্ত্রীর পুরস্কার (২০০৫)
- ৪৫তম আন্তর্জাতিক সরঞ্জাম প্রযুক্তিগত সম্মেলনে ডানা চেস মেমোরিয়াল পুরস্কার (১৯৯৪) [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "KHAN, M. REZWAN, Ph.D."। United International University। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ "Dr. Mohammad Rezwan Khan"। Bangladesh Academy of Sciences। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Vice Chancellor - United International University (UIU)"। United International University (UIU) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭।