মোহাম্মদ মোজাম্মেল হক (প্রকৌশলী)

বাংলাদেশী প্রকৌশলী ও শিক্ষাবিদ

মোহাম্মদ মোজাম্মেল হক একজন বাংলাদেশী প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম উপাচার্য ও চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বর্তমান উপাচার্য।[১]

অধ্যাপক
মোহাম্মদ মোজাম্মেল হক
উপাচার্য
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২১
পূর্বসূরীনুরুল মোস্তফা
উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০৩ – ২০০৬
উত্তরসূরীশ্যামল কান্তি বিশ্বাস
ব্যক্তিগত বিবরণ
জন্মরাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাপ্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম ও পরিবার সম্পাদনা

তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী একজন চিকিৎসক। তাদের এক পুত্র সন্তান রয়েছে।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

মোজাম্মেল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৬৯ সালে স্নাতক এবং ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

হক ১৯৭৩ সালে তৎকালীন চট্টগ্রাম প্রকৌশল কলেজে (২০০৩ সালে চুয়েটে উন্নীত) যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি চুয়েটের সিনেট সদস্য, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামবিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া সাউদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগ প্রতিষ্ঠা ও বিভাগটির উন্নয়নে তার অবদান রয়েছে।

মোহাম্মদ মোজাম্মেল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি পরবর্তী চার বছরের জন্য চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[২]

গবেষণাকর্ম সম্পাদনা

প্রকৌশল ক্ষেত্রে তার গবেষণাকর্ম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রেখেছে। তিনি প্রকৌশল বিষয়ক বহু সম্মেলনে অংশগ্রহণ করেছেন।[৪]

সদস্যপদ সম্পাদনা

তিনি বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি এবং আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাদার্ন ইউনিভার্সিটির নয়া উপাচার্য অধ্যাপক মোজাম্মেল"দৈনিক জনকন্ঠ। ৫ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  2. "সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  3. "সাদার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য মোজাম্মেল হক"দৈনিক শিক্ষা। ৫ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  4. "সাদার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক"বাংলাদেশ প্রতিদিন। ৪ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১