মোহাম্মদ ইমান আলী

বাংলাদেশী বিচারক

মোহাম্মদ ইমান আলী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারক।[] তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সমসাময়িক অন্যতম সেরা মেধাবী বিচারপতি হিসেবে বিবেচিত ছিলেন।

মোহাম্মদ ইমান আলী
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
কাজের মেয়াদ
২২ ফেব্রুয়ারি ২০০১ – ৩১ ডিসেম্বর ২০২২
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৬-০১-০১)১ জানুয়ারি ১৯৫৬
জাতীয়তাবাংলাদেশী
পিতামাতাইসরায়েল আলী (পিতা)
আলীফাজান বিবি (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়
জীবিকাবিচারক

প্রথমিক জীবন

সম্পাদনা

আলীর জন্ম পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) পূর্ব বাংলায়।[] আলী ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসরায়েল আলী এবং মাতার নাম আলীফাজান বিবি।[]

শিক্ষা

সম্পাদনা

বি এ অনার্স ও এলএল এম এবং ব্যারিষ্টার পাশ করেন।

কর্মজীবন

সম্পাদনা

২১.০৬.১৯৭৯ সালে জেলা আদালত,১১.০৫.১৯৮২ সালে হাইকোর্ট বিভাগ এবং ২১.০৮.১৯৯৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে নিয়োগপ্রাপ্ত হন।

২২.০২.২০০১ এ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে উন্নীত হন এবং একই বিভাগের স্থায়ী বিচারক নিযুক্ত হন ২২.০২.২০০৩।

২৩.২.২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর বিচারক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।[][]

প্রকাশনা

সম্পাদনা

প্রকাশিত বই ‘‘ বাংলাদেশের বাচ্চাদের জন্য ন্যায়বিচার ডেলিভারি সিস্টেম।। ”

শিশু আইন ২০১৩ নিয়ে রচিত নাজরানা ইমানের "বাংলাদেশের শিশুদের জন্য ন্যায়বিচার" অধ্যায়টি তার লেখা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারকদের তালিকা"। ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ 
  2. "Biographical data form of Justice Muhammad Imman Ali, Candidate of Bangladesh to the Committee on the Rights of the Child" (DOC)United Nations Office of the High Commissioner for Human Rights 
  3. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২১-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০ 
  4. "প্রধান বিচারপতির দায়িত্বে ইমান আলী"। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  5. "ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১১