মোস্তাফিজুর রহমান (সচিব)

বাংলাদেশের সচিব

মোস্তাফিজুর রহমান পিএএ (জন্ম: ২৫ মে ১৯৬৪) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি সিলেট ও ঢাকার বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] ২০২৩ সালের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগদান করেন।[৩]

মোস্তাফিজুর রহমান পিএএ
সিনিয়র সচিব
জননিরাপত্তা বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ এপ্রিল ২০২৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
মন্ত্রীআসাদুজ্জামান খাঁন কামাল
পূর্বসূরীআমিনুল ইসলাম খান
সচিব
ভূমি মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৩১ ডিসেম্বর ২০২০ – ৩১ মার্চ ২০২৩
পূর্বসূরীমাক্‌ছুদুর রহমান পাটওয়ারী
উত্তরসূরীমো. খলিলুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-05-25) ২৫ মে ১৯৬৪ (বয়স ৫৯)
খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

প্রাথমিক জীবন সম্পাদনা

মোস্তাফিজুর ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মিজানুর রহমান ও মায়ের নাম নুরুন্নাহার। তিনি পিএএ সেইন্ট জোসেফ হাই স্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি এবং সরকারি ব্রজলাল কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে একাধিক উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন।[৪]

কর্মজীবন সম্পাদনা

মোস্তাফিজুর রহমান খুলনা পাবলিক কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, যশোর জেলার জেলা প্রশাসক, অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) পরিচালক ও প্রকল্প পরিচালক, সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি তিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে সচিব পদে পদোন্নতি পান এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ লাভ করেন।[৫] ২০২৩ সালের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগদান করেন।[৬][৭] ২৪ মে ২০২৩ সালে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।[৮][৯] ২৪ মে ২০২৩ সালে তাকে একই বিভাগে সিনিয়র সচিব হিসেবে পরবর্তী ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।[১০]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মোস্তাফিজুর রহমানের অগ্রণী ভূমিকা রয়েছে।[১১] কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে:[৪][১২][১৩][১৪]

  • জনপ্রশাসন পদক ২০১৬
  • শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০
  • ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ (দলগত)
  • ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২ (দলগত)
  • বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিলেটের বিভাগীয় কমিশনারকে ঢাকায় বদলি"বণিক বার্তা। ৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  2. "ভূমি, বিমান ও রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ ডিসেম্বর ২০২০। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  3. "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব"প্রথম আলো। ২৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  4. "মোস্তাফিজুর রহমানের জীবনালেখ্য" (পিডিএফ)ভূমি মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  5. "রেল-বিমান-ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব"বাংলাদেশ প্রতিদিন। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  6. "মোস্তাফিজুর রহমান পিএএ-এর জীবনবৃত্তান্ত"জননিরাপত্তা বিভাগ। ৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  7. "জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান"কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  8. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০৫-২৩)। "অবসরের ১ দিন আগে জননিরাপত্তা সচিবের পদোন্নতি"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৩ 
  9. "সচিবকে অবসর দিয়ে প্রজ্ঞাপন, এক দিনের মাথায় পদোন্নতি"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৩ 
  10. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০৫-২৪)। "অবসরের আগের দিন পদোন্নতি, পরদিন পেলেন চুক্তিভিত্তিক নিয়োগ"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৩ 
  11. "জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোস্তাফিজুর"দৈনিক জনকণ্ঠ। ২৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  12. "জনপ্রশাসন পদক পেলেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  13. "মন্ত্রী পরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কারে নির্বাচিত মোস্তাফিজুর রহমান"চ্যানেল আই। ২০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  14. "ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন ভূমি সচিব"বাংলা ট্রিবিউন। ১৩ ডিসেম্বর ২০২২। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩