মোশারেফ উদ্দিন আহমদ

(মোশারেফ উদ্দিন আহমেদ থেকে পুনর্নির্দেশিত)

মোশারেফ উদ্দিন আহমদ (১৯২০-১৯৫৬) ছিলেন বাঙলী প্রকৌশলী ও ভাষাসংগ্রামী। বাংলা ভাষা আন্দোলনে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১১ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান মরণোত্তর একুশে পদক-এ ভূষিত করেন।[১][২]

মোশারেফ উদ্দিন আহমদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২০
বরিশাল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৯৫৬
পুরস্কারএকুশে পদক -২০১১ (মরণোত্তর)

জীবনী সম্পাদনা

মোশারেফ উদ্দিন আহমদ ১৯২০ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রকৌশলী ছিলেন। ১৯৫৩ সালে প্রথম শহীদ দিবসের প্রথম প্রভাতফেরিতে তার লেখা জ্ঞান ‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল/ভাষা বাঁচাবার তরে/আজিকে স্মরিও তারে।’ গাওয়া হয়েছিল। প্রভাতফেরির প্রথম গান এটি। গান্তির সুরকার ছিলেন আলতাফ মাহমুদ[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'একুশের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে হবে'"ডয়চে ভেলে বাংলা। ২০ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১ 
  2. সাজ্জাদ আরেফিন (২১ ফেব্রুয়ারি ২০১৪)। "একুশের গান"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১