মোনায়েম সরকার (জন্ম ৩০ মার্চ ১৯৪৫) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কলাম লেখক ও গবেষক। ২০১৩ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[১]

মোনায়েম সরকার
জন্ম (1945-03-30) ৩০ মার্চ ১৯৪৫ (বয়স ৭৮)
জাতীয়তাবাংলাদেশি
পেশাকলাম লেখক ও গবেষক
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০১৩)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মোনায়েম ১৯৪৫ সালের ৩০ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।[২] ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে এম.এসসি. ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনেই রাজনীতির সাথে জড়িত হন। এ সময় ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ও ন্যাপের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।[২] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন।[২]

কর্মজীবন সম্পাদনা

মোনায়েম বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[২]

গ্রন্থ ও গবেষণা সম্পাদনা

মোনায়েম রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:[২]

  • বাংলাদেশে বিপ্লবী গণতন্ত্রীদের উত্থান অনিবার্য (১৯৮৭)
  • বাংলাদেশ ও বঙ্গবন্ধু
  • রক্তমাখা বুক জুড়ে স্বদেশের ছবি (১৯৮২)
  • বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১)
  • ইতিহাসের আলোকে বাঙালি জাতীয়তার বিকাশ ও বঙ্গবন্ধু (১৯৯২)
  • জাতীয় বিকাশের মূলস্রোত বনাম তৃতীয় ধারা (১৯৯২)
  • গণতন্ত্র প্রতিষ্ঠান বামপন্থীদের করণীয় (১৯৯২)
  • বামপন্থীদের সঙ্কট ও বাংলাদেশের রাজনীতি (১৯৯৩)
  • ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪)
  • মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫)
  • বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৯৬)
  • জাতীয় চার নেতা স্মারকগ্রন্থ (১৯৯৬)
  • বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস (যৌথভাবে) (১৯৯৭)
  • স্বাধীনতার রজত জয়ন্তী স্মারকগ্রন্থ (১৯৯৭)
  • শেখ মুজিব একটি লাল গোলাপ (১৯৯৮)
  • বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু (২০০০)
  • বহতা নদীর মত আওয়ামী লীগ (২০০০)
  • বাঙালির কণ্ঠ (২০০১)
  • একজন রাজনৈতিক কর্মীর প্রতিচ্ছবি (২০০৩)
  • যুক্তফ্রণ্ট থেকে মহাজোট (২০০৭)
  • জাগো বাঙালি কোন্ঠে সবায় (২০০৭)
  • স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে যুক্তফ্রণ্ট : চুয়ান্নর অভিজ্ঞতা (৫৪-র নির্বাচনের অপ্রকাশিত দলিল)
  • জেগে ওঠার সময় এখনই (২০০৭)
  • জীবন ও রাজনীতি (২০০৮)
  • রাজনীতির চালচিত্র (২০০৮)
  • বাংলাদেশের গণতন্ত্রায়ণের সমস্যা ও সম্ভাবনা (২০০৯)
  • মোনায়েম সরকারের নির্বাচিত রাজনৈতিক রচনা (২০০৯)
  • সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০)
  • বাঙালির ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০)
  • বঙ্গবন্ধুর রাজনীতি ও শেখ হাসিনা (২০১১)
  • বাংলাদেশের মূলধারার রাজনীতির সংকট ও সম্ভাবনা (২০১১)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "মোনায়েম সরকার"বিডিনিউজ২৪.কম। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০