মোকাব্বির হোসেন
মোকাব্বির হোসেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ছিলেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
মোকাব্বির হোসেন | |
---|---|
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় | |
সিনিয়র সচিব | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৭ আগস্ট ২০২৪ | |
জননিরাপত্তা বিভাগ | |
সিনিয়র সচিব | |
কাজের মেয়াদ ১৪ আগস্ট ২০২৪ – ১৭ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | জাহাংগীর আলম |
উত্তরসূরী | মোহাম্মদ আবদুল মোমেন |
চেয়ারম্যান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল | |
কাজের মেয়াদ ১২ জুলাই ২০২২ – ১৪ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | সত্যজিত কর্মকার |
সচিব, সুরক্ষা সেবা বিভাগ | |
কাজের মেয়াদ ৪ এপ্রিল ২০২১ – ১০ জুলাই ২০২২ | |
পূর্বসূরী | মো. শহিদুজ্জামান |
উত্তরসূরী | আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী |
চেয়ারম্যান, ভূমি আপিল বোর্ড | |
কাজের মেয়াদ ২৫ ফেব্রুয়ারি ২০২১ – ৪ এপ্রিল ২০২১ | |
পূর্বসূরী | উম্মুল হাছনা |
উত্তরসূরী | মশিউর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কুলাউড়া, মৌলভীবাজার, বাংলাদেশ | ১ জানুয়ারি ১৯৬৭
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
জন্ম
সম্পাদনামোকাব্বির ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।[২]
কর্মজীবন
সম্পাদনামোকাব্বির হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ১২ জুলাই ২০২২ হতে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩][৪][৫] এরপর তাকে ২০২৪ সালের ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। তিনদিন পর ১৭ আগস্ট তাকে পুনরায় বদলি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিযুক্ত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হঠাৎ বদলি সুরক্ষার সচিব, নতুন সচিব হলেন এক নারীসহ তিন জন"। ভোরের কাগজ। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "বিইপিআরসির চেয়ারম্যান হলেন মোকাব্বির হোসেন"। ঢাকাটাইমস। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন"। বাংলা ট্রিবিউন। ১২ সেপ্টেম্বর ২০১৯। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "ভূমি আপিল বোর্ডের নতুন চেয়ারম্যান মোকাব্বির"। নিউজবাংলা। ২৩ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "সুরক্ষা সেবা বিভাগের সচিব হলেন মোকাব্বির হোসেন"। সমকাল। ৪ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।