মোকাব্বির হোসেন

বাংলাদেশের সচিব

মোকাব্বির হোসেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ছিলেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

মোকাব্বির হোসেন
চেয়ারম্যান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ জুলাই ২০২২
পূর্বসূরীসত্যজিত কর্মকার
সচিব, সুরক্ষা সেবা বিভাগ
কাজের মেয়াদ
৪ এপ্রিল ২০২১ – ১০ জুলাই ২০২২
পূর্বসূরীমো. শহিদুজ্জামান
উত্তরসূরীআবদুল্লাহ আল মাসুদ চৌধুরী
চেয়ারম্যান, ভূমি আপিল বোর্ড
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ২০২১ – ৪ এপ্রিল ২০২১
পূর্বসূরীউম্মুল হাছনা
উত্তরসূরীমশিউর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-01-01) ১ জানুয়ারি ১৯৬৭ (বয়স ৫৭)
কুলাউড়া, মৌলভীবাজার, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

জন্ম সম্পাদনা

মোকাব্বির ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

মোকাব্বির হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[২][৩][৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হঠাৎ বদলি সুরক্ষার সচিব, নতুন সচিব হলেন এক নারীসহ তিন জন"ভোরের কাগজ। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  2. "বিইপিআরসির চেয়ারম্যান হলেন মোকাব্বির হোসেন"ঢাকাটাইমস। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  3. "বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন"বাংলা ট্রিবিউন। ১২ সেপ্টেম্বর ২০১৯। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  4. "ভূমি আপিল বোর্ডের নতুন চেয়ারম্যান মোকাব্বির"নিউজবাংলা। ২৩ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  5. "সুরক্ষা সেবা বিভাগের সচিব হলেন মোকাব্বির হোসেন"সমকাল। ৪ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২