মোঃ শামীম আহসান বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পি. এস. সি.) বিজ্ঞ সদস্য এবং একজন বাংলাদেশি কূটনীতিবিদ যিনি সুইজারল্যান্ড ও ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেন।

মোঃ শামীম আহসান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
কাজের মেয়াদ
৪ অক্টোবর ২০২০ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী মেডিকেল কলেজ

প্রাথমিক জীবন সম্পাদনা

শিক্ষাজীবন সম্পাদনা

মোঃ শামীম আহসান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। ফ্রান্সে থাকাবস্থায় তিনি মিশিনস্থ সেন্টার অডিও ভিজুয়েল দ্য লংগ মডেরন (CAVILAM)-এ ফরাসি ভাষার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারিসের ইন্সটিটিউট ইন্টারন্যাশনাল দ্য এ্যাডমিনিস্ট্রেশন পাবলিক থেকে ডিপ্লোম দ্য ল’ ইন্সস্টিটিউট সহ কূটনৈতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। এছাড়া, প্যারিস ঢ১ বিশ্ববিদ্যালয়ের জিন মনেট অনুষদ থেকে আন্তর্জাতিক সংস্থার কূটনীতি ও প্রশাসন এর উপর স্নাতকোত্তর ডিপ্লোম দ্য এতুদ সুপিরিয়ার স্পেশালিজে (ডিএসইএস) অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরিজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ইরান, সুইজারল্যান্ড, ভ্যাটিকান, ব্রুনাই এবং ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ৪ অক্টোবর ২০২০ তারিখে তাঁকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন।[২]

সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মো: শামীম আহসানের বৃত্তান্ত"bpsc.gov.bd। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "পিএসসির নতুন সদস্য শামীম আহসান"। নঈম নিজাম। বাংলাদেশ প্রতিদিন। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩