মোতাহার হোসেন (রাজনীতিবিদ)
মোতাহার হোসেন (জন্ম ১৯ ডিসেম্বর ১৯৪৮) বাংলাদেশী রাজনীতিবিদ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য।[২][৩][৪][৫][৬] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৭]
মোতাহার হোসেন | |
---|---|
লালমনিরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | জয়নাল আবেদীন সরকার |
মন্ত্রী - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লালমনিরহাট, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) | ১৯ ডিসেম্বর ১৯৪৮
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
শিক্ষা | বি.এস.সি. |
পেশা | শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা |
কমিটি | প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি[১] |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামো. মোতাহার হোসেন ১৯ ডিসেম্বর ১৯৪৮ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
সম্পাদনাপেশায় শিক্ষক ও রাজনীতিবিদ মো. মোতাহার হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন।[৮]
রাজনৈতিক জীবন
সম্পাদনামোতাহার হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।[৩][৪][৫][৬] মোতাহার হোসেন দুই মেয়াদে হাতিবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৯][১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি"। parliament.gov.bd। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ মো. মোতাহার হোসেন, লালমনিরহাট-১। "Constituency 16_10th_En"। ২০১৮-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২২।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭।
- ↑ ক খ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২।
- ↑ ক খ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ "আওয়ামী লীগে মোতাহার বিএনপিতে হাসান এগিয়ে"। jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
বহি:সংযোগ
সম্পাদনা- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে