মৈহার রাজ্য
মৈহার রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ এটি বর্তমানে মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত৷ রাজ্যটি ১,০৫০ বর্গকিলোমিটার (৪০৭ বর্গমাইল) বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং ১৯০১ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৬৩,৭০২ জন৷ রাজ্যটি টাঁস নদী বিধৌত৷ ভূমিরূপ আলুলায়িত ও টিলাবিশিষ্ট বেলেপাথুরে, দক্ষিণ দিকে পার্বত্য উচ্চভূমি ব্যতীত অন্যান্য অংশ উর্বর৷[২] রাজ্যের একটি বৃহৎ অংশ জঙ্গলাবৃত এবং কাষ্ঠসহ অন্যান্য পণ্য এই রাজ্যের অন্যতম রপ্তানিকারক দ্রব্য ছিলো৷[২]
মৈহার রাজ্য मैहर | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
১৭৭৮–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত মৈহার রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | মৈহার | ||||||
আয়তন | |||||||
• ১৯৪০ | ১,০৫৪ বর্গকিলোমিটার (৪০৭ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৪০ | ৭৯,৫৫৮ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৭৭৮ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
কলম্বিয়া-লিপিনকট গেজেটিয়ার. পৃ.১১২২ |
ইতিহাস
সম্পাদনামৈহার রাজ্যটির পত্তন ঘটে ১৭৭৮ খ্রিস্টাব্দে৷ ১৭৮৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত বান্দার রাজা এই রাজ্যটিকে দখল করে৷ ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে মৈহার রাজ্য ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্যে পরিণত হয় এবং আরো পরে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷ মধ্য ভারতে অবস্থিত এই বুন্দেলখণ্ড এজেন্সির পূর্ব দিকে অবস্থিত একাধিক দেশীয় রাজ্যসহ মৈহার রাজ্যটিকে ১৮৭১ খ্রিস্টাব্দে নবগঠিত বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷ ১৯৩৩ খ্রিস্টাব্দে মৈহার সহ পশ্চিম বাঘেলখণ্ডে অবস্থিত আরো দশটি দেশীয় রাজ্যকে পুনরায় বুন্দেলখণ্ড এজেন্সিতে ফিরিয়ে দেওয়া হয়৷ [৩]
১৮৯৬ থেকে ১৮৯৭ খ্রিস্টাব্দের মধ্যে রাজ্যটিতে ভয়ানক ক্ষরা পরিস্থিতি দেখা দেয়৷[২] মৈহারে পূর্ব ভারতীয় রেলওয়ের একটি স্টেশন নির্মাণ করানো হয়,[২] তবে এটি বর্তমানে পশ্চিম মধ্য রেলওয়ের সাতনা ও জব্বলপুরর মধ্যবর্তী অংশে জব্বলপুর থেকে ৯৭ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত৷ শহরটিতে রয়েছে বহু পুরাতন অট্টালিকা ও স্থাপত্য৷[২] ১৯৪০ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৭৯,৫৫৮ জন এবং ক্ষেত্রফল ছিলো ৪১২ বর্গমাইল৷ ১৯৪৮ খ্রিস্টাব্দে মৈহার ভারতে যোগদান করে৷[৪]
শাসকবর্গ
সম্পাদনাঠাকুর
সম্পাদনা- ১৭৭৮ – ১৭৮৮ বেণী সিং
- ১৭৮৮ – ১৭৯০ রাজ্যধর সিং
- ১৭৯০ – ১৮২৫ দুর্জন সিং
- ১৮২৬ – ১৮৫০ বিষণ সিং
- ১৮৫০ – ১৮৫২ মোহনপ্রসাদ সিং
- ১৮৫২ – ১৮৬৯ রঘুবীর সিং
- ১৮৫২ – ১৮৬৫ .... -রাজ প্রতিনিধি
রাজা
সম্পাদনা- ১৮৬৯ – ১৯০৮ রঘুবীর সিং
- ১৯০৮ – ৭ জানুয়ারি ১৯১০ রঘুনাথ সিং
- ৭ জানুয়ারি ১৯১০ – ১৫ ডিসেম্বর ১৯১১ রণধীর সিং
- ১৬ ডিসেম্বর ১৯১১ – ১৫ আগস্ট ১৯৬৮ হিস হাইনেস মহারাজা ব্রজনাথ সিং জুদেব
- ১৫ আগস্ট ১৯৬৮ – হিস হাইনেস মহারাজা গোবিন্দ সিং[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Imperial Gazetteer of India। 19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241।
- ↑ ক খ গ ঘ ঙ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Maihar"। ব্রিটিশ বিশ্বকোষ। 17 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 429।
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
- ↑ Princely States of India