মৈহার রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ এটি বর্তমানে মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত৷ রাজ্যটি ১,০৫০ বর্গকিলোমিটার (৪০৭ মা) বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং ১৯০১ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৬৩,৭০২ জন৷ রাজ্যটি টাঁস নদী বিধৌত৷ ভূমিরূপ আলুলায়িত ও টিলাবিশিষ্ট বেলেপাথুরে, দক্ষিণ দিকে পার্বত্য উচ্চভূমি ব্যতীত অন্যান্য অংশ উর্বর৷[২] রাজ্যের একটি বৃহৎ অংশ জঙ্গলাবৃত এবং কাষ্ঠসহ অন্যান্য পণ্য এই রাজ্যের অন্যতম রপ্তানিকারক দ্রব্য ছিলো৷[২]

মৈহার রাজ্য
मैहर
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৭৮–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত মৈহার রাজ্যের মানচিত্র
রাজধানীমৈহার
আয়তন 
• ১৯৪০
১,০৫৪ বর্গকিলোমিটার (৪০৭ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৪০
৭৯,৫৫৮
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৭৮
১৯৪৮
উত্তরসূরী
ভারত
কলম্বিয়া-লিপিনকট গেজেটিয়ার. পৃ.১১২২

ইতিহাস সম্পাদনা

মৈহার রাজ্যটির পত্তন ঘটে ১৭৭৮ খ্রিস্টাব্দে৷ ১৭৮৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত বান্দার রাজা এই রাজ্যটিকে দখল করে৷ ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে মৈহার রাজ্য ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্যে পরিণত হয় এবং আরো পরে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷ মধ্য ভারতে অবস্থিত এই বুন্দেলখণ্ড এজেন্সির পূর্ব দিকে অবস্থিত একাধিক দেশীয় রাজ্যসহ মৈহার রাজ্যটিকে ১৮৭১ খ্রিস্টাব্দে নবগঠিত বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷ ১৯৩৩ খ্রিস্টাব্দে মৈহার সহ পশ্চিম বাঘেলখণ্ডে অবস্থিত আরো দশটি দেশীয় রাজ্যকে পুনরায় বুন্দেলখণ্ড এজেন্সিতে ফিরিয়ে দেওয়া হয়৷ [৩]

১৮৯৬ থেকে ১৮৯৭ খ্রিস্টাব্দের মধ্যে রাজ্যটিতে ভয়ানক ক্ষরা পরিস্থিতি দেখা দেয়৷[২] মৈহারে পূর্ব ভারতীয় রেলওয়ের একটি স্টেশন নির্মাণ করানো হয়,[২] তবে এটি বর্তমানে পশ্চিম মধ্য রেলওয়ের সাতনাজব্বলপুরর মধ্যবর্তী অংশে জব্বলপুর থেকে ৯৭ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত৷ শহরটিতে রয়েছে বহু পুরাতন অট্টালিকা ও স্থাপত্য৷[২] ১৯৪০ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৭৯,৫৫৮ জন এবং ক্ষেত্রফল ছিলো ৪১২ বর্গমাইল৷ ১৯৪৮ খ্রিস্টাব্দে মৈহার ভারতে যোগদান করে৷[৪]

শাসকবর্গ সম্পাদনা

ঠাকুর সম্পাদনা

  • ১৭৭৮ – ১৭৮৮ বেণী সিং
  • ১৭৮৮ – ১৭৯০ রাজ্যধর সিং
  • ১৭৯০ – ১৮২৫ দুর্জন সিং
  • ১৮২৬ – ১৮৫০ বিষণ সিং
  • ১৮৫০ – ১৮৫২ মোহনপ্রসাদ সিং
  • ১৮৫২ – ১৮৬৯ রঘুবীর সিং
  • ১৮৫২ – ১৮৬৫ .... -রাজ প্রতিনিধি

রাজা সম্পাদনা

  • ১৮৬৯ – ১৯০৮ রঘুবীর সিং
  • ১৯০৮ – ৭ জানুয়ারি ১৯১০ রঘুনাথ সিং
  • ৭ জানুয়ারি ১৯১০ – ১৫ ডিসেম্বর ১৯১১ রণধীর সিং
  • ১৬ ডিসেম্বর ১৯১১ – ১৫ আগস্ট ১৯৬৮ হিস হাইনেস মহারাজা ব্রজনাথ সিং জুদেব
  • ১৫ আগস্ট ১৯৬৮ – হিস হাইনেস মহারাজা গোবিন্দ সিং[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Maihar"। ব্রিটিশ বিশ্বকোষ17 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 429। 
  3. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  4. Princely States of India