মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
মেহেরপুর জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর জেলার একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে। ১৯৬৬ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি মেহেরপুর শহরে অবস্থিত।[২]
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ Meherpur Govt. Technical School and College | |
---|---|
অবস্থান | |
, ৭১০০ | |
স্থানাঙ্ক | ২৩°৪৬′১১″ উত্তর ৮৮°৩৮′২৭″ পূর্ব / ২৩.৭৬৯৬৪৩১° উত্তর ৮৮.৬৪০৭২৬৫° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৬[১] |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | মেহেরপুর জেলা |
সেশন | ৬ষ্ঠ থেকে ১২শ |
ইআইআইএন | ১৩৩০০৬ |
অধ্যক্ষ | জনাব রনজিৎ কুমার মন্ডল |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১২০০ জন (প্রায়) |
সময়সূচির ধরন | দিবা |
সময়সূচি | সকাল ৯:০০ ঘটিকা - দুপুর ২:০০ ঘটিকা |
ক্যাম্পাসসমূহ | ১টি |
ক্যাম্পাসের ধরন | শহরে |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ট্রেড সমূহ
সম্পাদনাবর্তমানে কলেজটিতে ০৪টি ট্রেড চালু রয়েছে।[৩]
- ইলেকট্রিক্যাল
- ফার্ম মেশিনারি
- ওয়েল্ডিং
- অ্যাপারেল
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইতিহাস"।
- ↑ "মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ"। মেহেরপুর প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩০।
- ↑ "মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩০।