মেহমেত সাকির পাশা মাদ্রাসা

মেহমেত সাকির পাশা মাদ্রাসা, যাকে মুস্তাফাপাশার মাদ্রাসাও বলা হয়। মধ্য তুরস্কের নেভসেহির প্রদেশে অবস্থিত একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯ তম শতাব্দীর একটি মাদ্রাসা। মাদ্রাসাটি ক্যারাভানসরাই হিসাবেও পরিচিত। [১]

মেহমেত সাকির পাশা মাদ্রাসা
Mehmet Şakir Paşa Medresesi
মাদ্রাসার মূল ফটক
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলামোস্তফাপাশা
প্রদেশনেভসেহির
অঞ্চলমধ্য আনাতোলিয়া
অবস্থান
অবস্থাননেভসেহির , তুরস্ক
মেহমেত সাকির পাশা মাদ্রাসা তুরস্ক-এ অবস্থিত
মেহমেত সাকির পাশা মাদ্রাসা
তুরস্কে মাদ্রাসার অবস্থান
স্থানাঙ্ক৩৮°৩৫′০০″ উত্তর ৩৪°৫৩′৫২″ পূর্ব / ৩৮.৫৮৩৩৩° উত্তর ৩৪.৮৯৭৭৮° পূর্ব / 38.58333; 34.89778
স্থাপত্য
ধরনমাদ্রাসা
স্থাপত্য শৈলীইসলামি , সেলজুক স্থাপত্য
সম্পূর্ণ হয়১৮৯০; ১৩৪ বছর আগে (1890)

অবস্থান সম্পাদনা

মাদ্রাসাটি নেভসেহির প্রদেশের আর্জিপ জেলার মোস্তফাপাশায় অবস্থিত। মোস্তফাপাশা আগে সিনাসোস নামে পরিচিত ছিল। মাদ্রাসাটির ভৌগোলিক স্থানাক হলঃ ৩৮°৩৫′০০″ উত্তর ৩৪°৫৩′৫২″ পূর্ব / ৩৮.৫৮৩৩৩° উত্তর ৩৪.৮৯৭৭৮° পূর্ব / 38.58333; 34.89778

ইতিহাস সম্পাদনা

১৮৯০ সালে শহর কেন্দ্রে মেহমেত সাকির পাশা মাদ্রাসাটি তৈরি করেন। মাদ্রাসাটি ইমারেত(অনাহারীদের বিনামূল্যে খাওয়ার জায়গা) হিসাবেও ব্যবহৃত হত।[২] রিপাবলিকান যুগে মাদ্রাসাটি কার্পেটের বাজার হিসাবে ব্যবহৃত হত। ১৯৮২ সালে মাদ্রাসাটিকে পুননির্মাণ করা হয়। বর্তমানে এটি কাপাডোক্যা স্নাতকার্থী স্কুলের একটি অংশ হিসাবে ব্যবহার হচ্ছে।

স্থাপত্য সম্পাদনা

মাদ্রাসাটি ভবনটি ইংরেজি বর্ণ ইউ-আকৃতির। মাদ্রাসার মূল ফটকটিতে একটি সাত-লাইনের শিলালিপি রয়েছে। শিক্ষার্থীদের থাকার ঘর খিলানযুক্ত বারান্দার পিছনে অবস্থিত। [১]

তথ্যসূত্র সম্পাদনা