মেগাবাইট (ইংরেজি: megabyte) স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। ১ মেগাবাইট =১,০২৪ কিলোবাইট, বা ১০,৪৮,৫৭৬ বাইটপেন ড্রাইভ, স্মার্ট কার্ড, মাল্টিমিডিয়া কার্ড (এমএমসি), মেমোরি স্টিক, কমপ্যাক্ট ফ্লাস কার্ড, এক্সডি-পিকচার কার্ড বর্তমানে[কখন?] বহুল ব্যবহৃত এর ক্ষুদ্রতা ও ধারণক্ষমতার জন্য, এসডি কার্ড ইত্যাদি সব কার্ড-এর মানই মেগাবাইট দ্বারা হিসাব করা হয়। এছাড়া গ্রাফিক্স কার্ড, র‌্যাম, এগুলোতো আছেই।1 mb= 1024 kb, 1 gb= 1024 mb

বাইটের গুণিতক
এসআই দশমিক উপসর্গ আইএসি বাইনারি উপসর্গ
নাম
(প্রতীক)
মান নাম
(প্রতীক)
মান
কিলোবাইট (kB) ১০ কিবিবাইট (KiB) ১০ = ১.০২৪ × ১০
মেগাবাইট (MB) ১০ মেবিবাইট (MiB) ২০ ≈ ১.০৪৯ × ১০
গিগাবাইট (GB) ১০ গিবিবাইট (GiB) ৩০ ≈ ১.০৭৪ × ১০
টেরাবাইট (TB) ১০১২ টেবিবাইট (TiB) ৪০ ≈ ১.১০০ × ১০১২
পেটাবাইট (PB) ১০১৫ পেবিবাইট (PiB) ৫০ ≈ ১.১২৬ × ১০১৫
এক্সাবাইট (EB) ১০১৮ এক্সবিবাইট (EiB) ৬০ ≈ ১.১৫৩ × ১০১৮
জেটাবাইট (ZB) ১০২১ জেবিবাইট (ZiB) ৭০ ≈ ১.১৮১ × ১০২১
ইয়টাবাইট (YB) ১০২৪ ইয়বিবাইট (YiB) ৮০ ≈ ১.২০৯ × ১০২৪
আরও দেখুন: বিটের গুণিতক · তথ্যের মানের ক্রম
১.৪৪ এমবি ফ্লপি ডিস্কগুলি ১,৪৭৪,৫৬০ বাইট ডেটা সঞ্চয় করতে পারে। এই প্রসঙ্গে এমবি মানে ১,০০০ × ১,০২৪ বাইট।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা