মেগান ব্লাঙ্ক

মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

মেগান ব্লাঙ্ক (ইংরেজি: Megan Blunk; জন্ম: ১২ সেটেম্বর, ১৯৮৯) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

মেগান ব্লাঙ্ক
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলUnited States
জন্ম (1989-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
আঞ্চলিক ফাইনাল২০১৫ প্যারাপান আমেরিকান গেমস।
প্যারালিম্পিক ফাইনাল২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স

খেলোয়াড় জীবন

সম্পাদনা

২০১৬ রিও গ্রীষ্মকালীন প্যারালিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে মেগান একটি স্বর্ণপদক জয় করেছিলেন।[১] ২০১৩ সালে, তিনি আইসিএফ কানো স্প্রিন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ২০১৪ মহিলা ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এবং ২০১৫ প্যারাপন মার্কিন গেমসে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭