মুহাম্মদ দাউই

তিউনিশীয় ফুটবল খেলোয়াড়

মুহাম্মদ দাউই (আরবি: محمد الضاوي, ইংরেজি: Mohamed Dhaoui; জন্ম: ১৪ মে ২০০৩) হলেন একজন তিউনিসীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং তিউনিসিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ দাউই
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-05-14) ১৪ মে ২০০৩ (বয়স ২০)
জন্ম স্থান তিউনিসিয়া
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২৩, ৫ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ দাউই ২০০৩ সালের ১৪ই মে তারিখে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা