মুহাম্মদ জসীমউদ্দীন রহমানী

আনসারুল্লাহ বাংলা টিমের নেতা

মুফতি মুহাম্মদ জসিমুদ্দিন রহমানী আল কায়েদার সহযোগী, সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত হয়ে বর্তমানে তিনি দীর্ঘদিন হেফাজতে ছিলেন। বর্তমানে তিনি কারামুক্ত । তিনি নাস্তিকদের হত্যার পক্ষে ছিলেন।[১][২]

মুহাম্মদ জসীমউদ্দীন রহমানী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলআনসারুল্লাহ বাংলা টিম

জঙ্গি তৎপরতা সম্পাদনা

তিনি বাংলাদেশের ঢাকার হাতেমবাগ জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি বাংলাদেশের এবং দেশের বাইরের মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তিনি "আনসারুল্লাহ বাংলা টিম" নামে একটি ওয়েবসাইটে তার বার্তা প্রচার করতেন যার সার্ভার পাকিস্তানে অবস্থিত।[তথ্যসূত্র প্রয়োজন] আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে অনেক নাস্তিক হত্যার জন্য দায়ী। ঢাকার মোহাম্মদপুরে তার একটি মাদ্রাসা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসাটি পরিদর্শন করেন। কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস মাদ্রাসায় নিয়মিত ছিলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কে বোমা হামলার চেষ্টা করার জন্য তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে রয়েছেন।[৩][৪]

গ্রেফতার সম্পাদনা

মুহম্মদ জসিমউদ্দীন রহমানীকে ১২ আগস্ট ২০১৩ সালে বরগুনা, বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে মুক্ত প্রায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করেছেন।[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঢাকা ট্রিবিউন আর্কাইভ" 
  2. "ঢাকা ট্রিবিউন আর্কাইভ" 
  3. France-Presse, Agence (২০১৫-১২-৩১)। "Two sentenced to death for Bangladesh blogger murder"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  4. "Bangladesh Says It Now Knows Who's Killing the Bloggers (Published 2016)" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  5. Manik, Julfikar Ali (২০১৩-০৮-১৪)। "Preaching militancy, building network"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  6. Khan, Tamanna; Das, Subir (২০১৩-০৮-১৪)। "Progressive force its prime target"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১