মুহাম্মদ আল সাইয়ারি
মুহাম্মদ ইদাহ আল সাইয়ারি (আরবি: محمد عيضه الصيعري, ইংরেজি: Mohammed Al-Saiari; জন্ম: ২ মে ১৯৯৩; মুহাম্মদ আল সাইয়ারি নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদ এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মুহাম্মদ ইদাহ আল সাইয়ারি | ||
জন্ম | ২ মে ১৯৯৩ | ||
জন্ম স্থান | শারুরাহ, সৌদি আরব | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল ইত্তিহাদ | ||
জার্সি নম্বর | ৮০ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:০৮, ২০ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৫ সালে, আল সাইয়ারি সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সৌদি আরবের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত সৌদি আরবের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সৌদি আরবের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সৌদি আরবের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামুহাম্মদ ইদাহ আল সাইয়ারি ১৯৯৩ সালের ২রা মে তারিখে সৌদি আরবের শারুরাহে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাআল সাইয়ারি সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। সৌদি আরবের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
সৌদি আরব | ২০১৮ | ১ | ০ |
২০১৯ | ৩ | ০ | |
সর্বমোট | ৪ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ نادي: الاتحاد [ইত্তিহাদ ক্লাব]। kooora.com (আরবি ভাষায়)। কুরা। ১৪ মে ২০১১। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩।
- ↑ "Club – Saudi Professional League" [ক্লাব – সৌদি পেশাদার লিগ]। spl.com.sa (ইংরেজি ভাষায়)। সৌদি পেশাদার লিগ। ২৪ মার্চ ২০২৩। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে মুহাম্মদ আল সাইয়ারি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মুহাম্মদ আল সাইয়ারি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মুহাম্মদ আল সাইয়ারি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মুহাম্মদ আল সাইয়ারি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মুহাম্মদ আল সাইয়ারি (ইংরেজি)