মুহাম্মদ আল রুমাইহি

মুহাম্মদ সাদ মারজুক আলমালা মারজুক আল রুমাইহি (আরবি: محمد سعد الرميحي‎, ইংরেজি: Mohamed Al-Romaihi; ৯ সেপ্টেম্বর ১৯৯০; মুহাম্মদ আল রুমাইহি নামে সুপরিচিত) হলেন একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে বাহরাইনী ক্লাব মানামা এবং বাহরাইন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ আল রুমাইহি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ সাদ মারজুক আলমালা মারজুক আল রুমাইহি
জন্ম (1990-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান মানামা, বাহরাইন
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মানামা
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১৪ বাহরাইন (৬)
২০১৪–২০১৫ পূর্ব রিফা (৮)
২০১৫–২০১৬ হিদ্দ (৮)
২০১৬–২০১৮ রিফা (৩)
২০১৮– মানামা (৫)
জাতীয় দল
২০১০ বাহরাইন অনূর্ধ্ব-২৩ (০)
২০১৬– বাহরাইন ৪০ (১৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৫০, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৫০, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৮–০৯ মৌসুমে, বাহরাইনী ক্লাব বাহরাইনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; বাহরাইনের হয়ে ছয় মৌসুম অতিবাহিত করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি পূর্ব রিফায় যোগদান করেছেন। পূর্ব রিফায় এক মৌসুম অতিবাহিত করার পর হিদ্দের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি রিফার হয়ে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি রিফা হতে বাহরাইনী ক্লাব মানামায় যোগদান করেছেন।

২০১০ সালে, রুমাইহি বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাহরাইনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত বাহরাইনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে বাহরাইনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাহরাইনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪০ ম্যাচে ১৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ সাদ মারজুক আলমালা মারজুক আল রুমাইহি ১৯৯০ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

রুমাইহি বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাহরাইনের প্রতিনিধিত্ব করেছেন।

২০১০ সালের ১৯শে সেপ্টেম্বর তারিখে, ২০ বছর ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রুমাইহি জর্ডানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাহরাইনের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি জর্ডান ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] বাহরাইনের হয়ে অভিষেকের বছরে রুমাইহি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাহরাইন ২০১০
২০১৩
২০১৬
২০১৭
২০১৮
২০১৯ ১২
২০২০
২০২১
সর্বমোট ৪০ ১৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Heartache for Saudi Arabia as they lose Gulf Cup final to Bahrain"Arab News। ৮ ডিসেম্বর ২০১৯। 
  2. Strack-Zimmermann, Benjamin (১৯ সেপ্টেম্বর ২০১০)। "Jordan vs. Bahrain (2:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা