মুহাম্মদুল্লাহ খলিলি কাসেমি

মুহাম্মদুল্লাহ খলিলি কাসেমি ( জন্ম: ১৪ ই অক্টোবর, ১৯৭৯ খ্রি) হলেন একজন ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত, মুফতি, লেখক এবং উর্দু, আরবিইংরেজির ত্রিভাষিক অনুবাদক। খলিলি দারুল উলূম দেওবন্দ, মারকাজুল মাআ'রিফ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় ও জামিয়া হামদর্দের প্রাক্তন ছাত্র। তিনি ইংরেজি, উর্দু ও আরবি ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।


মুহামদুল্লাহ খলিলি কাসেমি
জন্ম (1979-10-14) ১৪ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৫)
হান্সার, ফরিদাবাদ (বর্তমান অম্বেদকর নগর), উত্তরপ্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
পেশামুফতি, লেখক, অনুবাদক
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
শিক্ষাদাওরা হাদিস, ডাবল এমএ, পিএইচডি
মাতৃ-শিক্ষায়তন
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টানাসির আহমদ খান, নিজাম উদ্দিন আজমী, নুর আলম খলিলি আমিনি, ইশতিয়াক দানিশ
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়লেখক, অনুবাদক
প্রধান আগ্রহফিকহ, ইসলামি শিক্ষা, অনুবাদ
উল্লেখযোগ্য কাজ
  • Madrasa Education: Its Strength and Weakness
  • Ulama, Post-Madrasa Education, Muslim Youth and Contemporary Challenges
  • Darul Uloom Deoband Ki Jāmi' O Mukhtasar Tareekh