মুসাফির সাঈদ বাচ্ছু

মুসাফির সৈয়দ বাচ্চু তিনি বাচ্চু (জন্ম ১৪ ফেব্রুয়ারি) নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা হিসেবে।[১][২] ২০০৯ সালে ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তিনি এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। [৩][৪][৫]

মুসাফির সৈয়দ বাচ্চু
জন্ম
মুসাফির সৈয়দ

(1979-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৭৯ (বয়স ৪৫)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামবাচ্চু
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীডাঃ ফাহমিদা ইসলাম
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার

কর্মজীবন সম্পাদনা

নাটক ও টেলিভিশন সম্পাদনা

  • ঘর নাই
  • এমন দেশটি কথাও খুঁজে পাবে না কো তুমি
  • ফার্স্ট ডেট (২০০৯)
  • মুকিম ব্রাদার্স (২০১০)
  • উচ্চতর শারীরিক বিজ্ঞান (২০১১)
  • মোটরযান
  • মহা ফাঁপর
  • ১০১ টি পাত্রী দেখার পর
  • পুচকি
  • শনিবার
  • ঢুগ ঢুগী
  • ব্যাচেলর পয়েন্ট (২০১৮)
  • খেলোয়াড়
  • চৈত্র স্বামী
  • চৈত্র স্মৃতি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "A Hilarious, Easy Going Individual"দ্যা ডেলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  2. "ফারুকী ভাই আর মারজুক রাসেল ভাই আমাকে অনেক কিছু শিখিয়েছেন..."প্রিয় ডট কম। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  3. "প্লিজ ভাই একবার দেখা করার সুযোগ দেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  4. "আবার শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  5. "একক নাটক 'কাটিং মাস্টার"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০