মুসাখেল জেলা (পাকিস্তান)

মুসাখেল (পশতু: ضلع موسی خیل) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা। ১৯৯২ সালে এটি একটি পৃথক জেলা মর্যাদা লাভ করে, এর পূর্বে এটি লরালাই জেলার একটি তহসিল ছিল।

মুসাখেল জেলা
Musakhel

موسىٰ خيل
বেলুচিস্তানের জেলা
বেলুচিস্তান প্রদেশের মুসাখেল জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে
বেলুচিস্তান প্রদেশের মুসাখেল জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে
দেশ পাকিস্তান
অঞ্চলবেলুচিস্তান
ইউনিয়ন পরিষদ১৭
মৌজা৭১
সরকার
আয়তন
 • মোট৫,৭২৮ বর্গকিমি (২,২১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[১]
 • মোট১,৬৭,০১৭
 • জনঘনত্ব২৯/বর্গকিমি (৭৬/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
এলাকা কোডপোস্ট কোড : ৮৪৭০০

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটি বেলুচিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত এবং পাঞ্জাবের খাইবার পাখতুনখোয়া ও দেরা গাজী খান সীমানা ঘিরে রেখেছে। জেলাটি ৫৭২৮ বর্গ কিমি এলাকা জুড়ে গঠিত হয়েছে।[২] মুসা খেলা হচ্ছে জেলাটির প্র্রধান সদর দপ্তর বা রাজধানী।

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

মুসাখেল জেলা ৪টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. PCO 1998, পৃ. 1।

বহিঃসংযোগ সম্পাদনা