মুনা থাপা মগর ( নেপালি: मुना थापा मगर) হলেন একজন নেপালি লোকসঙ্গীতশিল্পী।[১] তিনি গোর্খা জেলার মনোকামনা গ্রাম উন্নয়ন সমিতির সিলিং লামচাপা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

মুনা থাপা মগর
मुना थापा मगर
প্রাথমিক তথ্য
উপনামমুনা থাপা মগর
জন্ম৮ আগস্ট
মনোকামনা, গোর্খা, নেপাল
ধরননেপালি লোকসঙ্গীত
পেশাসঙ্গীতশিল্পী
কার্যকাল২০০৩–বর্তমান
লেবেলস্বতন্ত্র
ওয়েবসাইটwww.munamagar.com

কর্মজীবন

সম্পাদনা

তিনি লামচাপা মনোকামনা গোর্খার সিলিংয়ে বড় হয়েছিলেন। [২] সঙ্গীতে তার প্রথম আত্মপ্রকাশ হয়েছিল তানাহু আবুখৈরেনিতে একটি মঞ্চে। তার এক বান্ধবীর গান করার থাকলেও গলার সমস্যার কারণে তিনি সেখানে যেতে আপারগ হলে মুনা থাপা মগর সেই শূন্যস্থান পূরণ করতে সেখানে গিয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

২০১৫ সালের এপ্রিলে নেপালে সংঘটিত ভূমিকম্পের পরে, তিনি ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন।[৩]

অ্যালবাম

সম্পাদনা
  • তিজ গীত – বেশিকো মেলা
  • ছোরি
  • দোশ্রো ছোরি
  • তিমি রাম্রো হাসোলে
  • বাডুল্কি লাইরহনে
  • তিমি মেরো মা তিম্রো হুনে কহিলে হো
  • চরি বস্যো বরকো ডালিমা
  • কে দিউ মৈল সম্ঝনা
  • পিরতিমা ফেল
  • জীবন অধুরো

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ ফলাফল
২০০৯ টিউবর্গ ইমেজ সঙ্গীত পুরস্কার[৪] সেরা দোহোরি সঙ্গীতশিল্পী বিজয়ী
২০০৯ বিন্দবাসিনী সঙ্গীত পুরস্কার বর্ষসেরা লোকসঙ্গীতশিল্পী বিজয়ী
২০১০ হিটস এফএম সঙ্গীত পুরস্কার বর্ষসেরা অ্যালবাম বিজয়ী
২০১০ ইমেজ পুরস্কার বর্ষসেরা দোহোরি সঙ্গীতশিল্পী বিজয়ী
২০১৩ সঙ্গীতখবর পুরস্কার বর্ষসেরা লোকসঙ্গীতশিল্পী বিজয়ী
২০১৪ সঙ্গীতখবর পুরস্কার বর্ষসেরা লোকসঙ্গীতশিল্পী বিজয়ী
২০১৫ সঙ্গীতখবর পুরস্কার বর্ষসেরা লোকসঙ্গীতশিল্পী বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা