মুজিবুর রহমান হাওলাদার (রাজনীতিবিদ)
বাংলাদেশী রাজনীতিবিদ
মুজিবুর রহমান হাওলাদার বাংলাদেশের গোপালগঞ্জ জেলার রাজনীতিবিদ ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য।[১] ও সাবেক উপজেলা চেয়ারম্যান
মুজিবুর রহমান হাওলাদার | |
---|---|
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬ | |
পূর্বসূরী | শেখ হাসিনা |
উত্তরসূরী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনামুজিবুর রহমান হাওলাদা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক কর্মজীবন
সম্পাদনামুজিবুর রহমান হাওলাদার আওয়ামী লীগের কোটালীপাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।[২][৩] তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Hasina assails Khaleda over Gopalganj remarks | Business News 24 BD" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩।
- ↑ "Print News | The Asian Age"। dailyasianage.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩।