মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ, মনিরামপুর
যশোর জেলার মনিরামপুর উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান
মনিরামপুর ডিগ্রী কলেজ যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[১][২]
স্থাপিত | ১৯৮৪ |
---|
ইতিহাস
সম্পাদনামনিরামপুর ডিগ্রী কলেজ যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামে অবস্থিত। এই কলেজটি ৩ একর ৮০ শতক জমির উপর নির্মিত হয়। কলেজটি মুক্তিশ্বরী নদীর তীরে অবস্থিত। শিক্ষকবৃন্দের নেতৃত্বে ১৯৮৪ সালে কলেজটি তৈরি হয়। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেমন- তারুক মল্লিক, রণজিত মল্লিক ও জীবন বিশ্বাস প্রমুখ কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।
ফলাফল
সম্পাদনাপ্রতিবছর উপর্যুক্ত কলেজ থেকে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে থাকে। ২০০৮ সালে কলেজটি ফলাফল তালিকায় যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করে।
পুরস্কার
সম্পাদনাযশোরে শিক্ষা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় যশোর শিক্ষা বোর্ড কর্তৃক পুরস্কার হিসেবে কয়েকটি কম্পিউটার প্রদান করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Makar, A. B.; McMartin, K. E.; Palese, M.; Tephly, T. R. (জুন ১৯৭৫)। "Formate assay in body fluids: application in methanol poisoning"। Biochemical Medicine। 13 (2): 117–126। আইএসএসএন 0006-2944। ডিওআই:10.1016/0006-2944(75)90147-7। পিএমআইডি 1।
- ↑ "মণিরামপুর উপজেলা"। manirampur.jessore.gov.bd। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩।