মুক্তহস্ত সৌধ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে অবস্থিত একটি বিমূর্ত নির্মাণ। এর নকশাকার হলেন স্থপতি ল্য কবুজিয়ে। এটি চণ্ডীগড় সরকারের আনুষ্ঠানিক প্রতীক এবং এর মাধ্যমে নির্দেশ করা হয় "দেওয়ার হাত ও নেওয়ার হাত; শান্তি ও সমৃদ্ধি, এবং মানবজাতির ঐক্য"।[১] ল্য কবুজিয়ের বহুসংখ্যক মুক্তহস্ত নির্মাণের বৃহত্তম উদাহরণ[২] এই ভাস্কর্যটির উচ্চতা ২৬ মিটার (৮৫ ফু)। ধাতব অংশটি ১৪ মিটার (৪৬ ফু) উঁচু, এর ওজন ৫০ শর্ট টন (১,০০,০০০ পা) এবং হাওয়ার দিক পরিবর্তনের সাথে ঘূর্ণনশীল।[১][৩][৪]

মুক্তহস্ত সৌধ
Open Hand Monument in Chandigarh.jpg
ভারতের চণ্ডীগড়ে মুক্তহস্ত সৌধ
শিল্পীল্য কবুজিয়ে
বছর১৯৬৪ (1964)
আয়তন26 m (৮৫ ফু)
অবস্থানচণ্ডীগড়
স্থানাঙ্ক৩০°৪৫′৩২″ উত্তর ৭৬°৪৮′২৬″ পূর্ব / ৩০.৭৫৮৯৭৪° উত্তর ৭৬.৮০৭৩৪৮° পূর্ব / 30.758974; 76.807348

প্রতীকগত অর্থসম্পাদনা

উন্মুক্ত হাতের তালু (ফরাসি:La Main Ouverte) কবুজিয়ের ভাস্কর্যসমূহে একটি বহু ব্যবহৃত সাধারণ প্রতীক। তার মননে এর মানে "শান্তি ও পুনর্মিলন। এটি দান ও গ্রহণ উভয়ের জন্যই প্রস্তুত"। কবুজিয়ে আরও বলেছেন, এই হাতের তালু "দ্বিতীয় যন্ত্রযুগের" আগমনবার্তা ঘোষণা করে।[২]

অবস্থানসম্পাদনা

মুক্তহস্ত সৌধটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণির সানুদেশে চণ্ডীগড়ের ক্যাপিটল কমপ্লেক্সের সেক্টর ১ এ অবস্থিত।[৪][৫]

চণ্ডীগড় নগর সড়ক, রেলপথ ও বিমানপথে ভালভাবে বহির্বিশ্বের সাথে সংযুক্ত। ২১ নং জাতীয় সড়ক (চণ্ডীগড় - মানালি) ও ২২ নং জাতীয় সড়ক (আম্বালা - কালকা - সিমলা - খাব) চণ্ডীগড়ের মধ্য দিয়ে প্রসারিত।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Betts ও McCulloch 2014, পৃ. 61-62।
  2. Shipman 2014, পৃ. 7।
  3. Jarzombek ও Prakash 2011, পৃ. 1931।
  4. "ক্যাপিটল কমপ্লেক্স"। পর্যটন মন্ত্রক, চণ্ডীগড় সরকার। 
  5. Sharma 2010, পৃ. 132।