মীর মুহাম্মদ মাসুম

মীর মুহাম্মদ মাসুম (১৭শ শতক) ফারসি কবি ও ঐতিহাসিক।[১]

মীর মুহাম্মদ মাসুম
পেশাফারসি কবি ও ঐতিহাসিক
সময়কাল১৬০০
উল্লেখযোগ্য রচনাশাহ শুজাই
সক্রিয় বছর১৬৬০
সঙ্গীশাহ সুজা

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

মীর মুহাম্মদ মাসুম প্রথমে সম্রাট শাহজাহানের দরবারের সঙ্গে যুক্ত ছিলেন। শাহজাদা শাহ শুজার সঙ্গে সেখানেই তার ঘনিষ্ঠ পরিচয় হয়। শাহ শুজারের সাথে বাংলায় দীর্ঘকাল তার কর্মচারী ও সহচররূপে বসবাস করেন।[১]

রচনা ও কর্ম সম্পাদনা

মীর মুহাম্মদ মাসুম শাহ শুজার হয়ে দারা ও আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৬৬০ সালে মালদহে থাকাকালে যুদ্ধবিগ্রহের ঘটনাবলি তার শাহ শুজাই গ্রন্থে ফারসি ভাষায় লিপিবদ্ধ করেন। এ গ্রন্থটির একটি পান্ডুলিপি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালরের পাঠাগারে সংরক্ষিত রয়েছে। তার লেখা ফারসি ভাষার গদ্য অত্যন্ত উন্নত মানের ছিল। এই সব গ্রন্থে তার কিছু ফারসি কবিতা সন্নিবেশিত থাকতো। নবাব সিদ্দিক হাসানের শাম-এ-আন্জুমান গ্রন্থে তার সাতটি ফারসি ভাষার কবিতাও উদ্ধৃত আছে। [১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মীর মুহাম্মদ মাসুম - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা