মীনু ঠাকুর (জন্ম: ১ জুলাই ১৯৭২, সাহারণপুর, উত্তর প্রদেশ) একজন ভারতীয় কুচিপুড়ি নৃত্যশিল্পী। তিনি দিল্লি এনসিআর-এর তরুণ শিক্ষার্থীদের কুচিপুড়ি শেখানোর জন্য 'সুরম্য' নামে একটি সংস্থা পরিচালনা করেন।[১]

মীনু ঠাকুর
জন্ম১ জুলাই, ১৯৭২
সাহারণপুর, উত্তর প্ৰদেশ, ভারত
পেশানৃত্যশিল্পী
পরিচিতির কারণকুচিপুড়ি
ওয়েবসাইটmeenuthakur.com

জন্ম ও পরিবার সম্পাদনা

মীনু ঠাকুর ১৯৭২ সালের ১লা জুলাই তারিখে উত্তর প্ৰদেশ জেলার সাহারণপুরে পিতা অ্যাডভোকেট হর্ষরূপ ঠাকুর এবং মাতা গৃহিণী শকুন্তলার ঘরে জন্মগ্রহণ করেছিলেন।

সম্পর্কিতা সম্পাদনা

উত্তরপ্রদেশ সংগীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত মীনু কুচিপুড়ি শিল্পী হিসাবে গত ২৯ বছর ধরে সক্রিয়ভাবে নৃত্য পরিবেশন করে আসছেন।

মীনু ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন'স (আইসিসিআর) ও ভারতের সংস্কৃতি মন্ত্রক স্বীকৃত একজন প্রতিষ্ঠিত শিল্পী। সাংস্কৃতিক আদান প্রদানের অংশ হিসাবে তিনি ভারতের বাইরেও বিভিন্ন দেশে প্রদর্শন করেছেন। তিনি ভারতের জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক দূরদর্শনের 'এ' গ্রেডভুক্ত শিল্পী এবং যুব সমাজের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও সংস্কৃতি প্রচারের জন্য প্রতিষ্ঠিত সমিতি স্পিক ম্যাকায়-এর সাথেও যুক্ত। এছাড়া মাসিক বর্তমান ঘটনা সমন্বিত পত্রিকা ইয়ং ইন্ডিয়া'য় তিনি সংস্কৃতি বিষয়ক কলাম লেখেন।

মীনু ২০১৪ সালে তিহার কারাগারে এবং ২০১৮ সালে নয়াদিল্লির মন্দোলী কেন্দ্রীয় কারাগারে নৃত্য পরিবেশনকারী প্রথম মহিলা হিসাবে ভারতের কারাগারে নৃত্য পরিবেশনের রেকর্ডও করেছিলেন।[২]

ভারতীয় উৎসবে পরিবেশনা সম্পাদনা

  • খাজুরাহো উৎসব
  • কাল কি কলাকার উৎসব
  • চিদাম্বরম (তামিলনাড়ু)
  • নাট্যাঞ্জলি উৎসব
  • কোনার্ক ফেস্টিভাল
  • হরাইজন (আইসিসিআর) দিল্লি ও লখ্নৌ
  • সিদ্ধেন্দ্র জয়ন্তী সমরোহ (হায়দরাবাদ)
  • পণ্ডিত ভট্ট স্মৃতি সমরোহ (জয়পুর)
  • কালক্ষেত্র, চেন্নাই (তামিলনাড়ু)
  • মহাবলীপুরম উৎসব (তামিলনাড়ু)
  • সুর সিঙ্গার সংসদ (মুম্বই)
  • নিমাদ উৎসব (এম.পি)
  • ত্যাগরাজা উৎসব
  • দিল্লি আন্তর্জাতিক আর্টস ফেস্টিভাল (দিল্লি)
  • ধ্রুপদী নৃত্য ও সংগীত উৎসব (গোয়া)
  • হাম্পি মহোৎসব (হাম্পি)
  • মোধেরা নৃত্য উৎসব (সূর্য মন্দির, মেহসন, গুজরাত)
  • তাজ মহোৎসব (আগ্রা)

ভারতের বাইরে পরিবশনা সম্পাদনা

বাহরাইন, যুক্তরাজ্য, ব্রাজিল, সার্বিয়া, ক্রোয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, রি-ইউনিয়ন, জাম্বিয়া, এল সালভাদোর, পানামা, মরিশাস, নেপাল, চীন, জাপান, কানাডা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ভুটান, অস্ট্রিয়া, তিউনিসিয়াহাঙ্গেরি

সৃষ্টি সম্পাদনা

  • ত্রিলোকরক্ষিনী
  • হিন্দিতে "ভমকলাপম"
  • সমর্পণ- দ্য সাগা অব মীরাভাই
  • যশোধরা- দ্য স্যাজে'স কুইন
  • নবগ্রহ চরিতম-দ্য পাওয়ার অব প্ল্যানেট্স

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Meenu"। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "MEENU THAKUR: CLASSICALLY KUCHIPUDI"। ৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১