মিশন বালিকা উচ্চ বিদ্যালয়

মিশন গার্লস হাই স্কুল বা মিশন বালিকা উচ্চ বিদ্যালয় ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর শহরে অবস্থিত মেয়েদের অন্যতম প্রাচীন বিদ্যালয়।

মিশন বালিকা উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
, ,
৭২১১০১

স্থানাঙ্ক২২°২৫′৫৮″ উত্তর ৮৭°১৯′১১″ পূর্ব / ২২.৪৩২৮২৯৯° উত্তর ৮৭.৩১৯৬৫৮৪° পূর্ব / 22.4328299; 87.3196584
তথ্য
ধরনবালিকা বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৬৮ (1868)
বিদ্যালয় জেলাপশ্চিম মেদিনীপুর

বিদ্যালয়টি যথাক্রমে দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যক্রম অনুসরণ করে। [১]

ইতিহাস সম্পাদনা

খ্যান্তো বালা রায় ১৯২৩ সাল থেকে মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। ১৯২৪ সালের একটি প্রতিবেদনে তাঁর সম্পর্কে উল্লেখ করে বলা হয়, "কার্যনির্বাহী দক্ষতা, শিক্ষক, শিক্ষার্থী এবং পৃষ্ঠপোষকদের সাথে কৌশল এবং বিদ্যালয়ের প্রয়োজনীয়তা ও সুযোগগুলির প্রতি তার গভীর অন্তর্দৃষ্টির দ্বারা মিস রাই তার আসল যোগ্যতা দেখিয়েছে এবং বিদ্যালয়কে অত্যন্ত শক্তিশালী করেছেন"।[২] তিনি ১৯২৫ সালের একটি চিঠিতে মার্কিন ব্যাপটিস্টদের কাছে বিদ্যালয়ের সমস্যাগুলি তুলে ধরেছিলেন।[৩] তিনি ১৯২৬ সালেও বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।[৪]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. [১]
  2. "Midnapore Increases Local Support" American Baptist Foreign MIssion Society 1924: ১৫৯-১৬০।
  3. Rai, Miss K. B. "Midnapore Mission Girls' School" Tidings from the ABFM Society of Bengal-Orissa (১৯২৫): ২১-২৫।
  4. Prescott, Nellie G.; Northern Baptist Convention. Board of Education (১৯২৬)। The Baptist family in foreign mission fields [microform]। ইন্টারনেট আর্কাইভ। ফিলাডেলফিয়া, বোস্টন: দ্য জুডসন প্রেস।