মিরাকল সাইন্স অ্যান্ড ফ্যান্টাসি ষ্টোরিস

মার্কিন পাল্প-কল্পবিজ্ঞান পত্রিকা

মিরাকল সাইন্স এন্ড ফ্যান্টাসি ষ্টোরিস  একটি পাল্প-কল্পবিজ্ঞান পত্রিকা যা ১৯৩১ সালের মধ্যে দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এর কাহিনী গুলো উল্ল্যেখযোগ্য নয়, কিন্তু শিল্পী ইলিয়ট ডল্ড এর প্রচ্ছদ ও আর্টওয়ার্ক ছিল অসাধারন, যা পত্রিকাটিকে সংগ্রাহকদের আকাঙ্খিত করে তোলে। ডল্ড অসুস্থ হয়ে পড়লে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায় কারণ তিনি ছিলেন পত্রিকাটির সম্পাদক ও শিল্পী।

প্রথম সংখ্যার প্রচ্ছদ; শিল্পী ইলিয়ট ডল্ড এর আর্টওয়ার্ক

প্রকাশনার ইতিহাস সম্পাদনা

১৯৩১ সালে হ্যারল্ড হারসে, যিনি প্রায় দশ বছর যাবত পাল্প ম্যাগাজিন নিয়ে কাজ করছিলেন, তিনি একটি নতুন কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি পত্রিকা বের করার সিদ্ধান্ত নেন। [১] হারসে ১৯১৯ সালে প্রকাশিত দ্য থ্রিল ম্যাগাজিন পত্রিকার ১৬ টি সংখ্যার প্রথম অর্ধেক সম্পাদনা করেছিলেন।[২] এবং তিনি ক্লেটন ম্যাগাজিনে ও কাজ করেছিলেন। তখন ১৯২৮ সালে তিনি  উইলিয়াম ক্লেটন এর কাছে একটি কল্পবিজ্ঞান পত্রিকা প্রকাশের প্রস্তাব দেন। [১] ক্লেটন প্রস্তাবটি নাকচ করে দেন কিন্ত পরবর্তী বছর মন পরিবর্তন করে হ্যারি বেটস এর সম্পাদনায় অ্যাস্টোন্ডিং ষ্টোরিস অব সুপার সাইন্স প্রকাশ করেন।[৩] হারসে, ক্লেটন ছেড়ে নিজে প্রকাশনা প্রতিষ্ঠান শুরু করলে,আগের আইডিয়ায় ফিরে আসেন, সম্ভবত ইলিয়ট ডল্ড, যিনি অ্যাস্টোন্ডিং এর ছবি আঁকতেন, তার উৎসাহে তিনি অনুপ্রাণিত হন ।[১]

হারসে ১৯৩১ সালে ডল্ডকে সম্পাদক করে মিরাকল সাইন্স এন্ড ফ্যান্টাসি ষ্টোরিস পত্রিকাটি বের করেন। ডল্ড প্রথম সংখ্যার প্রচ্ছদ তৈরি করেন। ডল্ড এর ভাই, ডগলাস ডল্ড ও পত্রিকাটিতে কাজ করতেন; কিছু সূত্র ডগলাস কে সম্পাদনার কৃতিত্ব প্রদান করলেও সাইফাই গবেষক হাওয়ারড ডেভর  এটাকে হারসের জীবনীর ভুল ব্যাখা মনে করেন। শুধু একটি ইস্যুই সামনে আনেন: ইলিয়ট ডল্ড অসুস্থ হয়ে পড়লে পত্রিকাটিতে কাজ করতে অসমর্থ হন। মিরাকলে ভিক্টর রুশো এবং জন মিলার গ্রেগরির গল্প প্রকাশিত হয়েছিল।  [১] প্রথম সংখ্যার মূল কাহিনীর কৃতিত্ব ডগলাস ডল্ডকে  দেয়া হয় এবং দ্বিতীয় সংখ্যার মূল কাহিনীর জন্য ইলিয়টকে। কিন্তু কল্পবিজ্ঞান গবেষক রিচারড ব্লেয়ার মনে করেন দুটি কাহিনীই দুই ভাইয়ের সহযোগিতার ফসল।[৪] কাহিনি গুলোর মান ছিল খুবই খারাপ , কিন্তু উভয় সংখ্যাতেই ইলিয়ট ডল্ড এর আর্টওয়ার্ক ছিল উঁচু মানের, এবং এই কারণেই পত্রিকাটি আজো সংগ্রাহকদের আকাঙ্খিত বস্তুতে পরিনত হয়েছে। [১]

গ্রন্থপঞ্জির বিবরন সম্পাদনা

দুটি সংখ্যারই সম্পাদক ছিলেন ইলিয়ট ডল্ড; প্রকাশক ছিল স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস এর গুড ষ্টোরি ম্যাগাজিন কোঃ। দুটি সংখ্যার তারিখ ছিল যথাক্রমে এপ্রিল-মে এবং জুন-জুলাই ১৯৩১ ; প্রতিটিই ছিল পাল্প ফরম্যাটে, ২০ সেন্ট মূল্য মানের এবং ১৪৪ পাতার।[৫]

পাদটিকা সম্পাদনা

  1. DeVore (1985), pp. 410–412.
  2. Jones (1975), p. 68.
  3. Ashley (2000), p. 69.
  4. Bleiler (1998), p. 98.
  5. DeVore (1985), pp. 412–413.

তথ্যসূত্র সম্পাদনা

  • Ashley, Mike (2000). The Time Machines:The Story of the Science-Fiction Pulp Magazines from the beginning to 1950. Liverpool: Liverpool University Press. ISBN 0-85323-865-0. 
  • Bleiler, Everett F.; Bleiler, Richard J. (1998). Science-Fiction: The Gernsback Years. Westport CT: Kent State University Press. p. 434. ISBN 0-87338-604-3. 
  • DeVore, Howard (1985). "Miracle Science and Fantasy Stories". In Tymn, Marshall B.; Ashley, Mike. Science Fiction, Fantasy, and Weird Fiction Magazines. Westport CT: Greenwood Press. pp. 410–413. ISBN 0-313-21221-X. 
  • Jones, Robert Kenneth (1975). The Shudder Pulps. West Linn OR: FAX Collector's Editions, Inc. ISBN 0-913960-04-7.