মাহমুদ কলি

বাংলাদেশী অভিনেতা

মাহমুদ কলি একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলাদেশী চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।[]

মাহমুদ কলি
জন্ম
মাহমুদুর রহমান ওসমানী

৭ এপ্রিল,১৯৫৬
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনয়
দাম্পত্য সঙ্গীআয়শা নাসরিন ওসমানী(১৯৮৮-বর্তমান)
সন্তান১ মেয়ে (আনিকা ওসমানী অনন‍্যা )

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মাহমুদ কলি ১৯৫৬ সালের ৭ এপ্রিল ঢাকার ওয়ারিতে জন্মগ্রহণ করেন।পৈত্রিক নিবাস হচ্ছে ফেনীর জেলার সোনাগাজী উপজেলার লক্ষীপুর গ্রামে। কিন্তু তিনি বেড়ে উঠেন ঢাকাতে।


অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান বুলির ছোট ভাই।[] মূলত ভাই এর সহায়তায় এবং নিজের অভিনয় পারদর্শিতার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে প্রবেশ করেন।

অভিনয় জীবন

সম্পাদনা

১৯৭২ সালে এসএসসি পাশের পর চিত্রনায়ক মাহমুদ কলি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। চিত্রনায়ক মাহমুদ কলি অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে" প্রিয়তমা"।এই সিনেমাতে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।প্রিয়তমা সিনেমায় তিনি চিত্রনায়িকা ববিতার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিলো। প্রিয়তমা ছবিটি পরিচালনা করেছিলেন পরিচালক অশোক ঘোষ।

এরপর তিনি অভিনয় করেন "মাস্তান" সিনেমায়।

তিনি এই চলচ্চিত্রে  সহ- অভিনেতার ভুমিকায় ছিলেন। তিনি  ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত  তুফান  চলচ্চিত্রে  মূল নায়কের  ভুমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি প্রায় ৬১টি চলচ্চিত্রে অভিনয়  করেছেন। মাহমুদ কলি অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য দেশবিদেশ,লাভ ইন সিঙ্গাপুর,নেপালী মেয়ে,গ্রেফতার, সবার উপরে,মতিমহল, তুফান, বাদল, নওজোয়ান,শ্বশুর বাড়ি, নবাবজাদী, টক্কর, হিম্মতওয়ালী, গোলমাল, নাগমহল,নির্দয় নিশানা, ধনীগরীব,সুপারস্টার,মনের আগুন,মহাগ‍্যানজাম প্রভৃতি।

মাহমুদ কলি ১৯৯৭ সালে তিনি প্রথম একটি ধারাবাহিক নাটক নাটক নির্মাণ করেন তাহাদের কথা। তখন তিনি আলোকিত আঙ্গিনা নামক ধারাবাহিক নাটক নির্মাণ করছেন।

চিত্রনায়ক মাহমুদ কলি যশোরের দাউদ পাবলিক উচ্চ বিদ‍্যালয় থেকে ১৯৭২ সালে এসএসসি পাশ করেন।১৯৭৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।এরপর তিনি ঢাকা বিশ্ববিদ‍্যালয় থেকে ইংরেজি সাহিত‍্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।তিনি ১৯৮০ সালে এম এ পাশ করার পর নিয়মিত চলচ্চিত্রে কাজ করেছেন। ব‍্যক্তিজীবনে তিনি ১৯৮৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।তার স্ত্রীর নাম আয়শা নাসরিন।তাদের একটি কন‍্যা সন্তান আছে।মেয়ের নাম আনিকা ওসমানী অনন‍্যা।


চিত্রনায়ক মাহমুদ কলি ১৯৯৪ সাল পযর্ন্ত নিয়মিত সিনেমায় অভিনয় করেছিলেন।তিনি সর্বশেষ "মহাগ‍্যানজাম" সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।এরপর তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন।তিনি মূলত ব‍্যবসা করেন।ব‍্যবসার কাজে মাঝে মাঝে বিদেশে যেতেন।দীর্ঘ বিরতির তিনি ২০০২ সালে "বিজলী তুফান,আবার একটি যুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করেন। আবার একটি যুদ্ধ চলচ্চিত্রে উকিল চরিত্রে অভিনয় করেন।এটি একটি অতিথি চরিত্র ছিলো।"আবার একটি যুদ্ধ" চলচ্চিত্র ছিলো চিত্রনায়ক মাহমুদ কলি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। তিনি দুই মেয়াদে সাধারণ সম্পাদক এর এবং দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
চলচ্চিত্র পরিচালক সহশিল্পী নোট
(প্রিয়তমা)

(অশোক ঘোষ)

মাস্তান অশোক ঘোষ সুচরিতা
তুফান অশোক ঘোষ সুচরিতা
সমস্যা অশোক ঘোষ ববিতা
নেপালি মেয়ে আজিজুর রহমান বুলি ববিতা
দয়া মায়া শওকত জামিল নূতন
দেশ বিদেশ আজিজুর রহমান বুলি শাবানা
গৃহ বিবাদ ছটকু আহমেদ নূতন
সবার উপরে শওকত জামিল দেবশ্রী রায়
অবহেলা সাইফুল আজম কাশেম জিনাত
আপন ঘর মোস্তফা আনোয়ার নূতন
শ্বশুর বাড়ী আজিজুর রহমান বুলি ববিতা /দিতি
নওজোয়ান অশোক ঘোষ ববিতা
বাদল অশোক ঘোষ শাবানা
নবাবজাদী অশোক ঘোষ ববিতা
লাভ ইন সিঙ্গাপুর আজিজুর রহমান বুলি ববিতা
টক্কর অশোক ঘোষ অলিভিয়া/রোজিনা
হিম্মতওয়ালী অশোক ঘোষ শাবানা
জিদ্দি তমিজ উদ্দিন রিজভী অঞ্জনা
মতিমহল অশোক ঘোষ কল্পনা
রক্তের বন্দী শহিদুল ইসলাম খোকন অঞ্জু ঘোষ
গোলমাল মালেক আফসারি অঞ্জু ঘোষ
নাগমহল মতিউর রহমান পানু রোজিনা
নিশানা অশোক ঘোষ জুলিয়া
মা-বাপ নূর মোহাম্মদ মণি রোজিনা
খামোশ আল মাসুদ ফারজানা ববি
তুফান মেইল এম এ মালেক রোজিনা
শত্রু শাহজাহান চৌধুরী সুচরিতা
রাস্তার রাজা মালেক আফসারি রোজিনা /অলিভিয়া
সুপারস্টার আবিদ হাসান বাদল অঞ্জনা
বাহাদুর নওজোয়ান ইবনে মিজান অঞ্জু ঘোষ
ধনী গরিব মালেক আফসারি রোজিনা
মহান আলমগীর কুমকুম শাবানা/অঞ্জনা
হিরো রায়হান মুজিব
বিবাদ শহীদুল আমিন অঞ্জু ঘোষ
বাপের বেটা আজিজুর রহমান বুলি অঞ্জনা
গ্রেফতার আবিদ হাসান বাদল অঞ্জনা
খেলার সাথী মিলন চৌধুরী অঞ্জু ঘোষ
সংসার সীমান্তে তারিক মাহমুদ সুচরিতা
আমার সংসার অশোক ঘোষ সুনেত্রা
পাহাড়ী ফুল জালাল উদ্দীন রুমী নূতন
সতীপুত্র আব্দুল্লাহ আফতাব খান টুলু রোজিনা
রাণী চৌধুরাণী নূর মোহাম্মদ মণি অঞ্জু ঘোষ
কারণ মমতাজ আলী ববিতা
সন্দেহ হোসাইন আনোয়ার চম্পা
নাচে নাগিন দেলোয়ার জাহান ঝন্টু সুনেত্রা
প্রমাণ এম এম সরকার রানী
নির্দয় শফিউল আজম রোজিনা
ভাবীর সংসার দেলোয়ার জাহান ঝন্টু সুনেত্রা
মুক্তার মালা নূর মোহাম্মদ মণি অঞ্জু ঘোষ
বিধান হাসমত রোজিনা/সুনেত্রা
রাণী আমার নাম আবু মুসা দেবু অঞ্জু ঘোষ
শত্রুতা মোতালেব হোসেন রানী
মহা গ্যান্জাম আবুল হোসেন খোকন ববিতা
মনের আগুন আহমেদ কামাল দিতি
মায়া মমতা ছটকু আহমেদ রানী
দুশমনি মোঃ মোতাহার অলিভিয়া
বেদেনীর প্রেম তমিজ উদ্দিন রিজভী জিনাত
বিজলি তুফান দেলোয়ার জাহান ঝন্টু
আবার একটি যুদ্ধ বাদল খন্দকার

সিঁদুর নিওনা মুছে (মুক্তি পায় নি)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কেমন আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি"jagonews24.com। ১০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  2. "কোথায় আছেন, কেমন আছেন মাহমুদ কলি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  3. "সিনেমার খবর নেই, সমিতি নিয়ে মাতামাতি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা